1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, মূল হোতা দলিল লেখক বাবুল ভেন্ডার! ভাংড়া গ্রামে নদীভাঙনের ভয়াবহ থাবা! চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন এর মৃত্যুতে শোক সভা ভোক্তা অধিকারের ব্রাহ্মণবাড়িয়ার চম্পকনগর বাজার এলাকায় অভিযান জরিমানা আরোপ ও আদায় ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় বিএনপির বিজয় র‌্যালি গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, দিনমজুর নিহত মেলান্দহে সালেমা মেম্বার এর বিরুদ্ধে সাব মার্চেবল পাম্প নিজ নামে নেওয়ার অভিযোগ স্মরণসভায় শ্রদ্ধা, স্মৃতি ও সাংবাদিকতার দায়বোধ কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, দুর্নীতির তদন্ত দাবি

কালিহাতীতে ঐতিহাসিক ৫ জুলাই উপলক্ষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জাতীয়ভাবে পালিত ঐতিহাসিক ৫ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সোমবার (৫ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির আয়োজনে ছিল নানা কর্মসূচি ও জনসমাগম। তবে দিন শেষে রাজনৈতিক বিভক্তি ও বিভ্রান্তির কারণে এ আয়োজন রূপ নেয় সংঘর্ষে, আহত হন অন্তত ১৫ জন।

সকালে কালিহাতী আর.এস. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মাঠ।উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।সাংগঠনিক ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে টিটো বলেন—
এই দিনটি শুধু একটি স্মৃতির নয়, গণতন্ত্রের বিজয়ের দিন। আজকের শপথ হোক— দলমত নির্বিশেষে, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব আমরা।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিজয় মিছিল কালিহাতীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে শুরু করে।ঠিক তখনই উপজেলা বিএনপির অপর একটি গ্রুপ কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পৃথকভাবে বিজয় দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে। মিছিলটি বাসস্ট্যান্ড চত্বরে পৌঁছানোর আগেই উভয় গ্রুপের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা, যা কিছুক্ষণের মধ্যেই রূপ নেয় ধাক্কাধাক্কি, মারামারি ও সংঘর্ষে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঘটনার খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে সংঘর্ষ থেমে যায়, তবে কিছু সময়ের জন্য এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় নাগরিক সমাজ ও সচেতন মহল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,গণতন্ত্র ও অধিকার আদায়ের প্রতীক এই দিনে নিজেদের মধ্যে দলীয় কোন্দল ও বিভাজন অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।
কালিহাতী থানা পুলিশের ওসি জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যাতে পুনরায় কোনো উত্তেজনা না ছড়ায়, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট