একটি দল জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ে বোদায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেক এ কথা বলেন।মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে বোদা ধানহাটি মাঠ থেকে বিজয় র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।ফরহাদ হোসেন আজাদ আরো বলেন , “আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন ধর্মের নামে রাজনৈতিক ফায়দা লুটতে একটি দল মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেÑ অথচ স্বাধীনতা যুদ্ধের সময় এই দল ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী। দেশের জনগণ এখন সচেতনÑ তারা বুঝে ফেলেছে কে প্রকৃত দেশপ্রেমিক, আর কে ধর্মের মুখোশ পরে রাজনৈতিক ব্যবসা করে। এই দল হঠাৎ করে নিজেদের ‘বিপ্লবী’ রূপে উপস্থাপন করতে চায়, কিন্তু তাদের অতীত ইতিহাস আজও জাতির কাছে প্রশ্নবিদ্ধ।তিনি আরো বলেন, বিগত ১৬-১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। কারো লুঙ্গীর ভিতরে থেকে আওয়ামীলীগ করি নাই। ৬০ লক্ষ নেতাকর্মী দেড় লক্ষ মামলা খেয়েছি। আমাদের নেত্রী খালেদা জিয়া ৭ বছর জেল খেটেছেন, তারেক রহমানের বিরুদ্ধে ৫০টির বেশী মিথ্যা মামলা, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ বছর জেল খেটেছেন। তারপরও বিএনপিকে ধ্বংস করতে পেরেছেন। বিএনপি ফিনিক্স পাখির মত। যেখানে ষড়যন্ত্র শেষ হয়েছে, সেখান থেকেই বিএনপি শুরু।উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তাঁরা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফ হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা উপস্থিত নেতৃবৃন্দ।