জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার জুলাই আন্দোলনে নিহত শহীদ ফজলুল হক ও শহীদ রিপন মিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ ও বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন ।জানা যায়, গত ২৪ সালের জুলাই গণঅভ্যূত্থান চলাকালে ৫ আগষ্টে ঢাকা উত্তরায় পুলিশের গুলিতে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টাংগারি পাড়া গ্রামের শাহালমের ছেলে ফজলুল করিম ও পানাতিয়াপাড়ার মো: রেজাউল করিমের ছেলে রিপন মিয়া শহীদ হয়। পরে ফজলুল করিমকে ৬ আগষ্ট ও রিপন মিয়াকে ৭ আগষ্ট নিজ নিজ গ্রামে স্ব স্ব পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, শহীদদের ত্যাগ ও অবদান আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন।পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।