অচেনা শহর, অপরিচিত পরিবেশ। মাঝরাতে একাকী ঘোরাফেরা করা ছোট্ট একটি শিশু। মুখে একটাই আকুতি—“আমাকে আমার বাড়ি পৌঁছে দিন।”
এমনই হৃদয়স্পর্শী এক ঘটনা ঘটেছে পঞ্চগড়ে।
শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় একটি শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পঞ্চগড় সদর থানা পুলিশ। শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত শিশুটির নাম রিয়াদ। বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। সে জানায়, তার বাবার নাম ইব্রাহিম ওরফে সিরাজ, মায়ের নাম নুর নাহার এবং ভাইয়ের নাম খলিল। তার গ্রামের বাড়ি কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট জেলায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি হয়তো বাড়ি থেকে কোনোভাবে হারিয়ে গিয়ে ভুলবশত দীর্ঘ পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ে চলে এসেছে। তবে কীভাবে সে এতদূর এসেছে, ট্রেনে নাকি অন্য কোনো মাধ্যমে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায়, শিশুটির প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। শিশুটি এখন থানা হেফাজতে রয়েছে।
শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য আহ্ছানিয়া মিশন শিশু নগরী, পঞ্চগড়-এ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করছেন সমাজকর্মী ইউসুফ আলী।
এই ঘটনার মাধ্যমে আবারও উঠে আসে সমাজের মানবিক দায়িত্ববোধের প্রশ্ন। হয়তো আপনার একটি ফোনকল কিংবা শেয়ার করা তথ্যই এই শিশুকে ফিরিয়ে দিতে পারে তার পরিবারের কাছে।
পরিবারের সন্ধানে সবার সহায়তা চেয়েছে সদর থানা পুলিশ ও জেলার সমাজকর্মীরা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ সহ সমাজকর্মীরা পোস্ট করেছেন। যদি কেউ শিশুটিকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো খোঁজ জানেন, তবে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পুলিশ ও সমাজকর্মীদের পক্ষ থেকে।
যোগাযোগের ঠিকানা:- পঞ্চগড় সদর থানা (ওসি)
01320-138371, 01755-497497
ইউসুফ আলী (সমাজকর্মী), আহ্ছানিয়া মিশন শিশু নগরী, পঞ্চগড়, 01735-388087
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, আমরা সদর উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে প্রবেশন কর্মকর্তার তত্বাবধানে শিশুটিকে আপাতত সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়া এলাকার আহসানিয়া মিশনে রাখা হয়েছে। পরিবারের খোঁজ রাখা হচ্ছে। পরিবারের সন্ধানে সবার সহযোগিতা প্রয়োজন।