1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

মাননীয় প্রধান উপদেষ্টা নিকট খোলা চিঠি

বিজ্ঞাপন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

(বিজ্ঞাপন)

খোলা চিঠি

বরাবর,
মাননীয় প্রধান উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়:
র‍্যাব-৭ এর বেআইনি অভিযান, সাজানো ইয়াবা মামলা,( বাকলিয়া থানার মামলা নং-২৩- তাং ১৩/০৬/২০২৫ ইং)
শারীরিক ও মানসিক নির্যাতন, নগদ অর্থ লুট ও আত্মসাত, অনুমতিহীন “সি প্লাস’ নামে ফেইসবুক
টিভি চ্যানেলের মিথ্যা সংবাদ প্রচার এবং চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রতিকারের আবেদন।
জনাব,
আসসালামু আলাইকুম।
আশা করছি, আপনি সুস্থ, নিরাপদ ও কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন।
আমি আইয়ুব আলী, পিতা: মৃত সবদর মিয়া, একজন প্রবাসফেরত বাংলাদেশি নাগরিক। দীর্ঘদিন সৌদি আরব প্রবাসজীবন শেষে স্বচ্ছ, বৈধ ও সম্মানজনক পেশা হিসেবে কক্সবাজার জেলায় মাছ ব্যবসার সঙ্গে যুক্ত আছি। কিন্তু বিগত ১২ জুন ২০২৫ তারিখে ঘটে যাওয়া এক ন্যক্কারজনক ও ভয়াবহ ঘটনার কারণে আমি আজ চরম নিরাপত্তাহীনতা, সামাজিক হুমকি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় জীবন যাপন করছি।
নিচে আমার অভিযোগের বিস্তারিত বিবরণ দিচ্ছি:
১. বিনা অনুমতিতে র‍্যাব-৭ এর অভিযান ও ঘরে প্রবেশ
২০২৫ সালের ১২ জুন, র‍্যাব-৭ এর সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলামের নেতৃত্বে একটি র‍্যাব দল আমার ঘরে অভিযান চালায়।
* অভিযানের পূর্বে কোনো প্রকার নোটিশ, পরোয়ানা বা আদালতের অনুমতি গ্রহণ করা হয়নি।
* তল্লাশি চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না, যা স্পষ্টভাবে দণ্ডবিধির ১০৩ ধারা ও সংবিধানের লঙ্ঘন।
* র‍্যাব সদস্যরা আমার ঘরের জিনিসপত্র তছনছ করে, আমাকে ও আমার পরিবারের সদস্যদের ভয়ভীতির মধ্যে ফেলে দেয়।
২. ব্যবসায়িক নগদ অর্থ লুট ও আত্মসাত
* আমার মাছ ব্যবসার বৈধ লেনদেন থেকে ঘরে রক্ষিত ৩৩ লক্ষ টাকা র‍্যাব সদস্যরা জোরপূর্বক নিয়ে যায়।
* তাদের তৈরি করা জব্দ তালিকায় মাত্র ১২,৪৩,৫০০ টাকা উল্লেখ করা হয়।
* অবশিষ্ট ২০,৫৬,৫০০ টাকা তারা আত্মসাৎ করে, যার কোনো রেকর্ড নেই।
* এ অর্থ মাদক সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হলেও তার পক্ষে কোনো প্রমাণ, লেনদেন, ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শী এখনো উপস্থাপন করতে পারেনি।
৩. শারীরিক ও মানসিক নির্যাতন
* আমাকে হ্যান্ডকাফ পরিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
* র‍্যাব সদস্যরা আমাকে গালিগালাজ করে এবং “ক্রসফায়ারে দিবো” বলে ভয় দেখায়।
* আমার স্ত্রীর সঙ্গে মহিলা পুলিশ ছাড়া পুরুষ সদস্যরা অশোভন আচরণ করে, যা নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।
৪. সাজানো মামলা ও ভুয়া আলামত
* ১৩/০৬/২০২৫ তারিখে দায়েরকৃত মামলা নং-২৩ এ অভিযোগ করা হয় যে, আমার কাছ থেকে ২২৩ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
* বাস্তবে, এ “উদ্ধার” সম্পর্কে কোনো প্রত্যক্ষদর্শী, ভিডিও প্রমাণ বা স্বচ্ছ জব্দ তালিকা নেই।
* এটা একটি পূর্বপরিকল্পিত, সম্পূর্ণ গায়েবি ও সাজানো মামলা।
৫. রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্র
* এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে আমি দায়ী করছি:
* শহিদুল ইসলাম বাবু,
* তার স্ত্রী,
* এবং ভাই যুবলীগ নেতা মো. আবু তৈয়ব,
যিনি স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
* তারা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে র‍্যাব সদস্যদের অবৈধভাবে ব্যবহার করে আমাকে ফাঁসিয়েছে।
* এর পেছনে ছিল পারিবারিক জমি নিয়ে বিরোধ এবং রাজনৈতিক প্রতিপক্ষের শত্রুতা।
৬. চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচার
* অনুমতিহীন “সি-প্লাস” নামীয় একটি ফেসবুক ভিত্তিক তথাকথিত টিভি চ্যানেলের মালিক আলমগীর অপু এবং প্রতিনিধি দেবপ্রিয় (মোবাইল: ০১৮৭৮৭৫৬৬১৭)
আমার ও আমার ছেলের কাছ থেকে সংবাদ না প্রচারের শর্তে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
* আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা ভুয়া ও অপমানজনক মিথ্যা সংবাদ প্রচার করে।
* এতে দেশে এবং বিদেশে আমার ও আমার ব্যবসার সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৭. বর্তমান নিরাপত্তাহীনতা ও আশঙ্কা
* ঘটনার পর থেকে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
* যেহেতু র‍্যাব সদস্যরা রাজনৈতিক প্রভাবিত হয়ে কাজ করেছে, আমি আশঙ্কা করছি—
ভবিষ্যতে আমাকে “ক্রসফায়ার” বা নতুন মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করা হতে পারে।
আমার সুনির্দিষ্ট আবেদনসমূহ:
১. একটি স্বাধীন ও নিরপেক্ষ উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্ত করা হোক।
২. আত্মসাৎকৃত ২০,৫৬,৫০০ টাকা উদ্ধার করে আমাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিন।
৩. সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমার ও আমার স্ত্রীর সম্মান পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করুন।
৪. আমার স্ত্রীর প্রতি যেসব র‍্যাব সদস্য অপমানজনক আচরণ করেছেন, তাঁদের বিরুদ্ধে নারী নির্যাতন আইন অনুযায়ী ব্যবস্থা নিন।
৫. আইনি অনুমতি ছাড়া কোনো আইন-শৃঙ্খলা বাহিনী যেন বাসায় অভিযান চালাতে না পারে, সে বিষয়ে নির্দেশনা ও নীতিমালা নির্ধারণ করুন।
৬. আমার এবং আমার পরিবারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করুন এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিন।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়,
আপনি একজন বিচক্ষণ, ন্যায়পরায়ণ এবং মানবিক নেতৃত্বের প্রতীক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সদয় দৃষ্টি ও সহানুভূতির মাধ্যমে এ ঘৃণ্য ঘটনা থেকে আমি ও আমার পরিবার ন্যায়বিচার এবং সম্মান পুনরুদ্ধার করতে পারবো।
আশা করছি, আপনার সুদূরদর্শী হস্তক্ষেপে এ অবিচারের অবসান ঘটবে।
বিনীত,
স্বাক্ষরিত –


(আইয়ুব আলী)
পিতা: মৃত সবদর মিয়া
ঠিকানা- ধর্মপুর -থানা সাতকানিয়া চট্টগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট