1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়ীয়ায় সিএনজির ধর্মঘট প্রত্যাহার। বোদায় ওয়ার্ডবয়কে দিয়ে অপারেশন, ক্লিনিক মালিক আটক রূপগঞ্জে বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষকে শোকজ ঘোড়াঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান গোবিন্দগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কালিহাতীতে চাদাঁবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে খয়রাতি সাহায্য,(জিআর)রিলিফ প্রকল্পের ৬০০ টন চাল আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজির ধর্মঘট গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক আটক

সিএমপি’র পাঁচলাইশ থানার দুর্দান্ত অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানার পুলিশের নিরবিচার ও পেশাদার অভিযান ফের একবার নজর কেড়েছে নগরবাসীর। দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আহসানুল হককে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পাঁচলাইশ থানার ওসি মোঃ সোলায়মান এবং সুনামধন্য পুলিশ কর্মকর্তা এসআই মোঃ নুরুল আবছার। গত ২৭ জুলাই ২০২৫ তারিখ, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পাঁচলাইশ থানাধীন হিলভিউ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযানটি পরিচালিত হয় সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) ও ওসি মোঃ সোলায়মান সাহেবের সার্বিক তত্ত্বাবধান ও কৌশলগত দিকনির্দেশনায়। অভিযানে নেতৃত্বে ছিলেন এসআই মোঃ নুরুল আবছার, যিনি কেবল দক্ষ তদন্ত কর্মকর্তা হিসেবেই নয়, একজন দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্য হিসেবে এলাকায় পরিচিত। তাকে সহযোগিতা করেন এসআই আশরাফ উদ্দিন সরদার, এএসআই সুজন বড়ুয়া, এএসআই রুকন উদ্দিন, এএসআই আব্দুল্লাহ মাসুদ পাটোয়ারী এবং এএসআই লিটনুর রহমান জয়সহ সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামি মোঃ আহসানুল হক, পিতা: মৃত আবদুস সোবহান, মাতা: জাহানারা বেগম, ঠিকানা: ফ্ল্যাট নং-৪০৪, রোড নং-০১, হাউজ নং-২৩, নাসিরাবাদ হাউজিং সোসাইটি, প্রোপ্রাইটার- আল ফ্যাশন লিমিটেড। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন আদালতে দায়রা ও সিআর মিলিয়ে মোট ৯টি পরোয়ানা জারি ছিল। এর মধ্যে ৮টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ১টি মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন।

পরোয়ানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য: দায়রা-১৩৪৪/২১,দায়রা-১৩৫৬/২১,দায়রা-৫৬৮/২১,দায়রা-৫৭২/২১,দায়রা-৫৭৩/২১,দায়রা-১৩৪৮/২১,দায়রা-১৩৫৭/২১,

দায়রা-৬৭৫৯/২৩,সিআর-১৫৯/২১,এসব মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হওয়া সত্ত্বেও আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পুলিশের পেশাদার তৎপরতায় তার গোপন আস্তানা শনাক্ত করে সফলভাবে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান বলেন,

“পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের থানা সদা প্রস্তুত। শহরে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা কোনো ছাড় দিচ্ছি না। প্রতিটি অভিযান সুনির্দিষ্ট পরিকল্পনা ও তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।” অভিযানকারী প্রধান কর্মকর্তা এসআই মোঃ নুরুল আবছার বলেন, “আমরা নিয়মিত পরোয়ানাভুক্ত আসামিদের চিহ্নিত করছি এবং প্রয়োজনীয় অভিযান চালিয়ে গ্রেফতার নিশ্চিত করছি। পুলিশের দায়িত্বশীলতা ও সাহসিকতার কারণেই এ ধরনের সাফল্য সম্ভব হয়েছে।” এই সফল অভিযানে ওসি মোঃ সোলায়মান এবং এসআই নুরুল আবছারসহ পুরো টিমের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধী সমাজ। তারা মনে করেন, পাঁচলাইশ থানা পুলিশের এই নিরবিচারে ও সাহসিকতাপূর্ণ অভিযান চট্টগ্রামে অপরাধ নির্মূলে একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে থাকবে। সিএমপি’র পক্ষ থেকেও এমন পেশাদার সফলতায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। অপরাধী যতই চতুর হোক, আইনের হাত যে অনেক লম্বা—তা আবারও প্রমাণ করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট