পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ওষুধ কোম্পানির প্রতিনিধিরা (MR) প্রতিনিয়ত চরম হয়রানির শিকার হচ্ছেন। মেডিসিন পট্টি ছাড়া শহরের কোথাও তাদের গাড়ি রাখার নির্ধারিত স্থান নেই। ফলে বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে গেলে বিভিন্ন মুদি দোকানদারদের বাধা, অশালীন ভাষা, এমনকি হুমকির মুখেও পড়তে হচ্ছে তাদের।
ওষুধ কোম্পানির একাধিক প্রতিনিধি অভিযোগ করেন, “আমরা বৈধ রোড পারমিট থাকা সত্ত্বেও গাড়ি রাখার সুযোগ পাচ্ছি না। শহরের যত্রতত্র দোকান গজিয়ে ওঠায় ও রাস্তায় দখলদারিত্বের কারণে আমরা গাড়ি রাখলেই হুমকি-ধমকি খেতে হয়।” স্থানীয় সচেতন মহলের মতে, পৌর কর্তৃপক্ষের যথাযথ পরিকল্পনার অভাবে এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। যেখানে ব্যবসায়ীদের জন্য সুশৃঙ্খল পার্কিং নীতিমালা থাকা দরকার ছিল, সেখানে উল্টো ওষুধ প্রতিনিধিরা হয়রানির শিকার হচ্ছেন।এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে শহরের পরিবেশ আরও বিশৃঙ্খল হবে এবং পেশাগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিনিধিদের কাজ ব্যাহত হতে থাকবে। গাড়ি রাখার জন্য নির্ধারিত পার্কিং স্পট বরাদ্দ, রোড পারমিটের সম্মান এবং অবৈধ হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।