হাটহাজারী নিষিদ্ধ যানবাহর উল্টাপথে চলাচল এবং ফুটপাত ও ব্যাটারি চালিত রিক্সা সহ সড়ক উপরে কার হাইস মাইক্রোবাস দখল করে আছে।
বলছিলাম রাঙ্গামাটি কলাবাগান মহাসড়ক দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছে কার হাইস মাইক্রো বাস চার লাইন মহাসড়ক দুই পাশ্বের দখল।হাটহাজারী কলেজ গেইট চত্বরে দুই ইউ টার্ন তাকা পরেও উল্টাপথে চলাচল করে যাওয়া হচ্ছে ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেল ও নিষিদ্ধ জিপগাড়ি সাথে কলেজ ও স্কুল উপজেলার ফায়ার সার্ভিস রয়েছে। খাগড়াছড়ি রাঙ্গামাটি ও অক্সিজেন মহাসড়ককে জিরো পয়েন্ট যেখানে ট্রাফিক নিয়মিত হিমশিম খাচ্ছে