শরীয়তপুর জেলা নড়িয়া যোগপাট্রা গ্রামে তালুকদার কুলসুম আলী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
নড়িয়া পৌরসভা কলুকাটি মা জেনারেল হাসপাতালের সহযোগিতায় এ ফাউন্ডেশন এর উদ্যেগে বিভিন্ন এলাকার দরিদ্র ৩৫ জন রোগীকে ওষুধসহ সানি পড়া চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন ও ওষুধ বিতরণ করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ইতালি প্রবাসী মাসুম আহমেদ অনু বলেন তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন এর উদ্যোগে এ জাবত প্রায় ১হাজার অসহায় দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া বন্যা করোনা কালীন সময়ে সময় নগদ অর্থ খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। তিনি আরো বলেন ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে সকলের সহযোগিতা এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে চিকিৎসা সেবার পাশাপাশি, এতিমখানা বৃদ্ধাশ্রম বিভিন্ন সামাজিক দরিদ্র মানুষের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। চক্ষু চিকিৎসা প্রদান করেন মা জেনারেল হাসপাতালের ডাঃ সাইফুদ্দিন মোঃ ইকবাল, ডাঃআসাদুজ্জামান, চিকিৎসা সেবা পাওয়া চক্ষু রোগীরা বিনামূল্যে অপারেশন ও ওষুধ পেয়ে তারা খুবই আনন্দিত। এলাকার সুধী সমাজ তাদের মহৎ উদ্যোগের জন্য তাদের ফাউন্ডেশনের পরিবার কে অসংখ্য ধন্যবাদ জানান ।