গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ৪নং গজারিয়া ইউনিয়নের (উত্তর গজারিয়া) কাতলামারী গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংলগ্ন অধিগ্রহণকৃত সরকারী জায়গায় অত্র এলাকার কতিপয় একদল ভূমি দস্যু মোঃ আব্দুর রহমান বাচ্চু, মোঃ রাজু মিয়া মোঃ আতোয়ার রহমান, মোঃ বাবু মিয়া মোঃ মিজানুর রহমান তাদের সকলের গ্রাম গজারিয়া, ফুলছড়ি, গাইবান্ধা। তাহারা সরকারী অনুমোদন ছাড়া পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাস জমি জোরপূর্বক দখল করে ড্রেজার দিয়ে মাটি ভরাট সহ ঘরবাড়ী নির্মান করছেন। ফলে সরকারী জায়গা অবৈধ দখলসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং আশেপাশের লোকজন নানাবিধ ক্ষয়ক্ষতির সম্মুখিন হবে।
গজারিয়া সচেতন এলাকাবাসী
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী,
উপজেলা নির্বাহী অফিসার, ফুলছড়ি, গাইবান্ধা,অফিসার ইনচার্জ, ফুলছড়ি, গাইবান্ধা,উপজেলা ভূমি অফিস, ফুলছড়ি, গাইবান্ধা,কম্পানি কমান্ডার, র্যাব-১৩, সিপিবি-০৩ গাইবান্ধা সদর (ক্যাম্প), গাইবান্ধা। বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এলাকাবাসী উপরোক্ত বিষয়ে সদয় বিবেচনা করে জরুর ভিত্তিতে সরেজমিনে তদন্ত সাপেক্ষে অবৈধভাবে মাটি কাটা বন্ধকরণ সহ সরকারী জমি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানায়।