মঙ্গলবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উন্নতমানের ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৪৮টি পরিবার কে মোট ৪৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা সহ প্রত্যেক পরিবার কে ৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। সম্প্রতি ওই ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে চাল, ডাল, তেল সহ বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রকিবুল হাসান, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ানুল হক, মোঃ জিল্লুর চৌধুরী, ভোমরাদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আবুল হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা নিজস্ব সংবাদদাতা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, সাংবাদিক এ এইচ লিটন, ক্ষতিগ্রস্থ পরিবার, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।