1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাটহাজারীর নাঙ্গলমোড়ায় শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ মেহেন্দিগঞ্জে ফুল দিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন কয়েক শতাধিক নেতাকর্মী গাইবান্ধায় অজ্ঞানপার্টির কবলে স্বতন্ত্র এমপি প্রার্থীর  সর্বস্ব লুট আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান – এম. জহির উদ্দিন স্বপন কালীগঞ্জে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধর অতঃপর ব্যবসায়ীর মৃত্যু পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের খামখেয়ালিপনা ও অনিয়ম: সীমাহীন ভোগান্তিতে গ্রাহকরা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আঞ্চলিক প্রেস ক্লাবের কমিটি গঠন পঞ্চগড়ের বোদায় ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে  বিএনপির সংবাদ সম্মেলন

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর হবে পূর্ণাঙ্গ ঐতিহাসিক জাদুঘর: সংস্কৃতি উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর হবে পূর্ণাঙ্গ ঐতিহাসিক জাদুঘর: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী”
জব্বারের বলীখেলা ও নৌকা বাইচ থাকবে সরকারি সাংস্কৃতিক ক্যালেন্ডারে

সরকার জিয়া স্মৃতি জাদুঘরকে একটি পূর্ণাঙ্গ, ঐতিহাসিক জাদুঘর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “নগরীর বক্ষস্থলে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরটি দীর্ঘ ১৬ বছর ধরে বন্ধ ছিল। দায়িত্ব গ্রহণের পর আমি জাদুঘরের বরাদ্দ দ্বিগুণ করেছি এবং এটি এখন পূর্ণতা পাওয়ার পথে।” আজ সোমবার (১৯ মে) দুপুর ১২টায় জাদুঘর পরিদর্শন শেষে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপদেষ্টা বলেন, “যেহেতু এটি জিয়াউর রহমানের নামে নির্মিত জাদুঘর, সেহেতু তাঁর রাজনৈতিক, সামরিক ও ব্যক্তিজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় ও স্মৃতি সংরক্ষণের মধ্য দিয়ে জাদুঘরটিকে একটি পূর্ণাঙ্গ নথিভুক্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য একজন দক্ষ কিউরেটর নিয়োগ দেওয়া প্রয়োজন, যিনি ইতিহাসকে আধুনিক দর্শনার্থীদের কাছে জীবন্ত করে তুলতে পারেন।” তিনি আরও বলেন, “আমাদের দেশে প্রতিটি অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় এসব ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একটি জাতীয় সাংস্কৃতিক ক্যালেন্ডার প্রণয়নের কাজ শুরু করেছে, যা সারা বছরজুড়ে নানা অনুষ্ঠান ও ঐতিহ্য সংরক্ষণে সহায়ক হবে।” চট্টগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চট্টগ্রামের আবহমান ঐতিহ্যবাহী ‘আবদুল জব্বারের বলীখেলা’ একটি শতবর্ষী আয়োজন, যা শুধু ক্রীড়া নয়, এটি চট্টগ্রামের সংস্কৃতির এক অনন্য পরিচায়ক। আগামী বছর থেকে বলীখেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকবে এবং এটি সরকারি সাংস্কৃতিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে।” একই সঙ্গে পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজনের কথাও জানান তিনি।
এই সময় উপদেষ্টা বলীখেলা উদযাপন কমিটির সঙ্গে তাঁর ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন।
এদিকে প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা নায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করলেও, এর আগে সকাল ১১টা ১২ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের প্রসঙ্গ টেনে বলেন, “আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। তবে আমি তো এই ইন্ডাস্ট্রিরই মানুষ, তাই কিছু বিষয় বলতে হয়। ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে গ্রেপ্তার না করার যে নীতি আমাদের আছে, সেটাই অনুসরণ করা উচিত।” তিনি বলেন, “এয়ারপোর্টে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে যাওয়া হয়তো একটি ‘ওভার নার্ভাসনেস’ থেকে এসেছে। ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমন ঘটনা ঘটেছে কিছুদিন আগে। এসব ঘটনা সমর্থনযোগ্য নয়। আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সংবেদনশীলতা দেখানো হবে এবং প্রকৃত অপরাধীদের বিচারের দিকেই নজর থাকবে।” এর আগে সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রামের ঐতিহ্যবাহী তিনটি সাংস্কৃতিক কেন্দ্র—জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট এবং জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট