1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে শিশু নির্যাতনকারী, ডাকাত ও কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্মের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত সচিব পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক দুই বোয়ালখালীতে সেনাবাহিনীর দুর্ধর্ষ অভিযান অস্ত্র-ইয়াবাসহ তিন সন্ত্রাসী আটক, স্থানীয়দের মাঝে স্বস্তি! তিস্তার উপর মওলানা ভাসানী সেতুর উদ্বোধন: দুই জেলায় উন্নয়নের নতুন দিগন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বিন্যাসের পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ গোবিন্দগঞ্জে সরদার হাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক /মা সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে রাস্তায় ঘর নির্মাণ করায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা পলাশবাড়ীর দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রূপকথার রাজপথে রবিউল—ইন্দোনেশিয়ায় বোয়ালখালীর গর্বিত সন্তান

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫

ইন্দোনেশিয়ার ঝকঝকে বিমানবন্দরে দাঁড়িয়ে আছে এক স্বপ্নচারী তরুণ। চোখে আত্মবিশ্বাস, ঠোঁটে হাসি, আর পরনে আধুনিকতার ছোঁয়ায় সাজানো পোশাক—হোয়াইট স্নিকার্স, ছেঁড়া-জিন্স আর কালো-সাদা পত্রপল্লবের ছাপা শার্ট যেন তার জীবনের বৈচিত্র্যময় পথে হাঁটার সাক্ষ্য বহন করছে। মাথায় সাদা ক্যাপ, হাতে ঘড়ি—সব মিলিয়ে এক পরিপাটি স্টাইলিশ রূপে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের বোয়ালখালীর সন্তান রবিউল।

রবিউলের গল্প যেন এক রূপকথা। ছোটবেলা কেটেছে চট্টগ্রামের নদী-নালা ঘেরা বোয়ালখালীতে। যেখানে স্বপ্নেরা অনেক সময় কাঁচে আটকে যায়, কিন্তু রবিউল সেই কাঁচ ভেঙে ওমানে পাড়ি জমানো এক সাহসী অভিযাত্রী। ওমানে তিনি শুধু থেমে থাকেননি, গড়ে তুলেছেন নিজের সফল ব্যবসা, তৈরি করেছেন একটি আলোকোজ্জ্বল পরিচিতি। তার বাণিজ্যিক দূরদৃষ্টি, কঠোর পরিশ্রম ও সততার বদৌলতে আজ তিনি এক অনুকরণীয় উদাহরণ।

আর এখন? তিনি ইন্দোনেশিয়ায়। ব্যস্ত সময় থেকে একটু বিরতি নিয়ে স্বস্তির নিশ্বাস নিতে এসেছেন ভিনদেশি বাতাসে। এই সফর শুধু ভ্রমণ নয়, বরং এক আত্মচারণা, নিজেকে নতুনভাবে খুঁজে নেবার মতো এক মধুর যাত্রা। বিমানবন্দরের উজ্জ্বল আলো আর পলিশকরা মেঝে তার সফলতার প্রতিচ্ছবি যেন, যেখানে প্রতিটি ধাপ তাকে নিয়ে গেছে উচ্চতার এক নতুন শিখরে।

রবিউল এখন শুধু একজন প্রবাসী ব্যবসায়ী নন, তিনি ভবিষ্যতের বোয়ালখালীকে নতুন করে কল্পনা করার মতো এক স্বপ্নদ্রষ্টা। তার জীবনযাত্রা, সাহসিকতা, সংস্কৃতিমনস্কতা ও উদারতা আমাদের শিখিয়ে দেয়—চাইলেই ঘরে বসে থাকা সম্ভব নয়, পথ চলতে হয়, দূর পাড়ি দিতে হয়, আর সে পথে থাকতে হয় অটল, নিবেদিত ও স্বপ্নবান।

ইন্দোনেশিয়ার স্নিগ্ধ শহরে দাঁড়িয়ে রবিউল যেন বোয়ালখালীর প্রত্যেক যুবকের জন্য এক জীবন্ত প্রেরণা। তার হাতে যদি থাকে পাসপোর্ট আর ভিসা, তবে হৃদয়ে তিনি বয়ে নিয়ে বেড়ান শিকড়ের টান। সফলতা তাকে অহংকারী করেনি, বরং আরও বিনয়ী করেছে। সে বলে—“আমি একদিন ফিরে আসব, বোয়ালখালীর জন্য কিছু করে যাব, যেন আমার মতো আরও অনেকে রূপকথার রাজপথে হাঁটার সাহস পায়।” তোমার মতো মানুষরাই তো দেশ ও পৃথিবীর গল্পগুলোকে আশার রঙে রাঙিয়ে তোলে, রবিউল। তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার পাশে—তোমার গল্প বলব নতুন প্রজন্মকে, বলব—“ওই যে দেখো, রূপকথার রাজপথে এক রবিউল হেঁটে চলেছে, সে আমাদেরই একজন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট