1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিশ্বাসে সবুজ, হৃদয়ে প্রত্যয় নগরীর বুকে সবুজের শপথ : বৃক্ষের ডালে ভরসার ভোর

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫

ইট-কাঠ-পাথরের নগরে সবুজ মানে যেন নিঃশ্বাসের অবকাশ, চোখের আরাম, মনের প্রশান্তি। আজ যখন সকালে সূর্যের আলো ব্যস্ত নগরীর কাঁধে ধীরে ধীরে পড়ছিল, তখন আমরা কিছু মানুষ এক অদৃশ্য দায়বদ্ধতায় এগিয়ে গেলাম প্রকৃতির দিকে। সময়টা ছিল সকাল ১১টা। স্থান—চট্টগ্রাম শহরের চান্দগাঁও বাস সিগনালের ঠিক টিকে ওয়েল পয়েন্টের সামনে। আমাদের এই নগরী প্রতিদিন একটু একটু করে নিঃশ্বাস হারাচ্ছে। বহুতল দালানের ছায়া গিলে খাচ্ছে রোদ, ধুলা-ধোঁয়ায় আকাশ ধূসর হয়ে আসছে। ঠিক তখনই কিছু মানুষ একসাথে দাঁড়ালাম হাতে চারাগাছ নিয়ে। এই চারাগুলো আমাদের স্বপ্ন, আমাদের প্রতিবাদও—এক নির্মম নগরায়ণের বিরুদ্ধে। বন্ধু সেলিম উল্লাহ এবং স্থানীয় ব্যবসায়ী, সদা উদ্যোগী মোহাম্মদ কামাল উদ্দিনের স্বপ্ন আর পরিশ্রমে এই কর্মসূচির সূচনা হলো। “Green Chattogram” শিরোনামে এই প্রকৃতি প্রীতি উদ্যোগে আমরা একে একে গাছের চারা রোপণ করলাম ফুটপাতের পাশে, যেখানে কখনো স্রোত বইতো কেবল যানবাহনের, আজ সেখানে গাঁথা হলো সবুজের বীজ।

জাতীয় পার্টির সম্মানিত নেতা ইয়াকুব হোসেনের উপস্থিতি ও সহমর্মিতায় আমরা উজ্জীবিত হলাম। বন্ধু ওসমান গনি দেলোয়ার এবং একাধিক গণমাধ্যমকর্মী—যাঁদের মুখে ছিল আন্তরিকতা, চোখে ছিল দীপ্তি—এই আয়োজনকে করলেন আরও পরিপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ।

কেউ এসে বললেন—“শুধু গাছ লাগালেই হবে না, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।” আমরা সবাই সেদিন যেন প্রতিজ্ঞা করলাম, শুধু মাটি খুঁড়ে চারাগাছ পুঁতে নয়, তাকে বাঁচিয়ে রাখাও হবে আমাদের দায়িত্ব। যেমন করে মা তার সন্তানকে আগলে রাখে, তেমনি এই চারাগুলোকেও আগলে রাখতে হবে আমাদের ভালোবাসায়, যত্নে ও সচেতনতায়।

এই কর্মসূচির মধ্য দিয়ে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হলো—নগরের ব্যস্ততম অংশে, সরাসরি জনগণের দৃষ্টিসীমায় প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার এক প্রতীকী প্রয়াস। এমন ছোট ছোট উদ্যোগই একদিন গড়ে তুলতে পারে সবুজ শহর, শীতল বাতাস, নির্মল নিঃশ্বাস। আজ যারা পাশে দাঁড়িয়েছিলেন, তারা সবাই একেকজন বৃক্ষপ্রেমী সৈনিক। যারা হাতে তুলে নিয়েছিলেন প্রকৃতির সুরক্ষার অস্ত্র—গাছের চারা। আপনাদের সবাইকে জানাই হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বিশেষ করে সেলিম উল্লাহ ও কামাল সওদাগর—তাঁদের এই উদ্যোগে আমরা যারা শরিক হতে পেরেছি, তা আমাদের জীবনের এক গর্বের মুহূর্ত হয়ে রইলো।

আমাদের বিশ্বাস, একদিন এই ছোট চারাগুলোই হবে ছায়াদানকারী বৃক্ষ, পথিকের আশ্রয়, পাখির বাসা, শিশুদের খেলার সাথি। এবং তখন আমরা গর্ব করে বলতে পারব—হ্যাঁ, একদিন আমরা এই বৃক্ষরোপণে অংশ নিয়েছিলাম।

সবুজ হোক আমাদের চারপাশ, সবুজ হোক আমাদের চিন্তা। বৃক্ষ হোক বন্ধুর মতো, আশ্রয়ের মতো, ভালোবাসার মতো—আমৃত্যু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট