1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুরাদনগরে চাচার উপর ভাতিজার হামলা; বাড়িঘর ভাংচুর কুষ্টিয়ায় ব্জ্রপাতে কৃষক ও ট্রলি চালকের মৃ’ত্যু মানবিকতার অভাবে উৎপলের মৃত্যু: গার্মেন্টস খাতে আর কত জীবন ঝরবে! ১৯৯১-এর সেই বিভীষিকাময় ২৯ এপ্রিল: চট্টগ্রাম প্রেস ক্লাবে স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ” আলোর দীপ্তি: এক নারী শিক্ষকের জীবনচিত্র আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত — ফরহাদুল হাসান সভাপতি, সাহেদ চৌধুরী সাধারণ সম্পাদক প্যাকেজ ব্যবসার আড়ালে পতিতাবৃত্তি, চোলাই মদ ও অস্ত্র সরবরাহে ওয়াসীমের অপরাধ সাম্রাজ্য! চট্টগ্রামে ওয়াসার পানিতে কেচু! জনস্বাস্থ্যের হুমকি, নাগরিক ফোরামের জরুরি হস্তক্ষেপের আহ্বান! হামিদচরে শোকের ছায়া: কিশোর গ্যাংয়ের অমানবিক আগ্রাসন চট্টগ্রামে চোরাচালানবিরোধী অভিযানে ১৪টি বিদেশি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৩ জন গ্রেফতার”

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

চান্দগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৩ জন গ্রেফতার”
চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রাতভর চলে এ সাঁড়াশি অভিযান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক তানভীর আহমেদ, এসআই আনিসুর রহমান, এসআই সুমন মিয়া, এসআই কাজী মনিরুল করিম, এসআই নুরুজ্জামান এবং এএসআই বিপ্লব ও শামীম রেজা। অভিযানে তাদের সঙ্গে ছিলেন একটি শক্তিশালী সঙ্গীয় পুলিশ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা চান্দগাঁও থানার অধীন বিভিন্ন এলাকায় একাধিক সময় রাজনৈতিক উসকানি ও সংঘবদ্ধ নাশকতা ঘটানোর চেষ্টা চালায়। তারা প্রকাশ্যে আগুন ধরিয়ে আতঙ্ক ছড়ানো, সরকারি কাজে বাধা প্রদান, জনমনে ভীতি সঞ্চার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে পুলিশের দাবি।
এদের মধ্যে উল্লেখযোগ্য গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোশারফ হোসেন (৩২), আব্দুর শুক্কুর (৫৬), মিরাজ (৩৪), সাইফুল ইসলাম (২০), সাকিব (১৯), ইসমাইল (২০), রাসেল (২৩), মিঠন (২৭), এরশাদ (৪৩), আবু বকর সিদ্দিক (২২), শাকিল (২৮), রহমত আলী (২০), রিয়াজ (৩২), সিরাজুল ইসলাম (৩৭), আমান উল্লাহ (৩২), সেলিম (৪২), আব্দুল্লাহ (২৬), তুষার (২৮), মানিক মিয়া (১৯) প্রমুখ। ওসি আফতাব উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চান্দগাঁওয়ের কিছু এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় একটি চক্র আবারও সহিংস কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এরপরই আমরা এই অভিযান পরিচালনা করি। গ্রেফতারদের বিরুদ্ধে পূর্বের মামলাগুলোর পাশাপাশি নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও বলেন, “এরা আগেও বিভিন্ন সময়ে থানার সামনে এবং আশপাশে অগ্নিসংযোগ, পুলিশকে লক্ষ্য করে হামলা, ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুর চালিয়েছে। তাদের কয়েকজন চিহ্নিত অপরাধী এবং নাশকতাকারী।”
গ্রেফতার অভিযানটি ভোর ৪টা ১০ মিনিটে শুরু হয়ে একটানা কয়েক ঘণ্টা চলতে থাকে। অভিযানের সময় বাহির সিগন্যাল, বোর্ড স্কুল এলাকা, জিকো কলোনীসহ চান্দগাঁওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘিরে রাখে পুলিশ। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট