-ঐতিহাসিক টেক্সঘর মাঠে জমজমাট ফাইনাল ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানঃ
বোয়ালখালী, চট্টগ্রাম: ক্রীড়াপ্রেমীদের প্রাণের টুর্নামেন্ট টেক্সঘর প্রিমিয়ার লীগ (TPL) ২০২৫ এর তৃতীয় আসরের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ১৮ এপ্রিল, শুক্রবার রাতে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুরের ঐতিহাসিক টেক্সঘর মাঠে। গণমুখী আয়োজন, হাজারো দর্শকের উচ্ছ্বাস ও ক্রীড়া উন্মাদনায় মুখরিত এই রাতে টেক্সঘর চাটগাইয়া নওজোয়ান দল শিরোপা ছিনিয়ে নেয় বিশাল ব্যবধানে জয়লাভ করে।
খেলার বিবরণ: ফাইনালে মুখোমুখি হয় টেক্সঘর বেস্ট এলিভেন ও টেক্সঘর চাটগাইয়া নওজোয়ান। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে চাটগাইয়া নওজোয়ান। দলের ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে ৭৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে টেক্সঘর বেস্ট এলিভেন মাত্র ১৬ রানে অলআউট হয়ে যায়। প্রতিপক্ষকে অলআউট করে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে চাটগাইয়া নওজোয়ান, এবং অর্জন করে এবারের আসরের চ্যাম্পিয়নশিপ ট্রফি।
বর্ণাঢ্য আয়োজন ও অতিথিদের উপস্থিতি:
গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা বেলাল হোসেন।
প্রথমেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর শুরু হয় টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বোয়ালখালী বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী,সদস্য সচিব ও চেয়ারম্যান হামিদুল হক মান্নান,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু,চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম. কপিল উদ্দীন,শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজম খান,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মারেফুল ইসলাম
বিশিষ্ট সাংবাদিক নুরুল ইসলাম রিপন,
চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ফারুকী,
সহ-সভাপতি আব্দুল মান্নান, জাগির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক হারুন, আহামেদ খায়ের, মনজুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা শফিউল আলম, তানিম মুনতাসির, আব্দুল কাইয়ুম রাশেদ,
টেক্সঘর ক্রিকেট কাউন্সিলের সম্মানিত সদস্য আরিফ মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈয়দ, সদস্য সচিব রায়হান, যুগ্ম সচিব নাঈম উদ্দিন, মোহাম্মদ আকরাম, শহিদুল ইসলাম খোকন, এছাড়াও উপস্থিত ছিলেন: যুবদল নেতা বারেক, সাদ্দাম, ইকবাল, আরিফ, সাজ্জাদ, সাইফু উদ্দীন, রাসেল, আবছার, আলমগীর সহ অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদী জনগণ। আয়োজনে:
এই প্রতিযোগিতাটি আয়োজন করে টেক্সঘর ক্রিকেট কাউন্সিল।
তাদের নিরলস পরিশ্রম, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং স্থানীয় যুব সমাজের অংশগ্রহণে এবারের টুর্নামেন্ট পরিণত হয় একটি সফল ও স্মরণীয় ক্রীড়া উৎসবে।
এ ধরনের আয়োজন শুধু খেলা নয়, সমাজের যুবসমাজকে সংঘবদ্ধ করে, ক্রীড়া ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করে।
টেক্সঘর প্রিমিয়ার লীগ আজ চরখিজিরপুরসহ বোয়ালখালী অঞ্চলের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নাম। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, এবং আগামী দিনে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।