1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ :
‎পুলিশের প্রতিবেদনে উঠে এলো রংপুরের হিন্দু পাড়ার হামলার ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ শ্রীমঙ্গল থেকে ভুলে পঞ্চগড়ে, পরিবারকে ফিরে পেতে চায় ছোট্ট রিয়াদ নবীনগর পৌর শাখার ৫, ৬, ৭,নং ওয়ার্ডের কৃষক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক ইনস্পেক্টর নির্বাচিত হলেন লোহাগাড়ার গর্ব মোঃ হাসানুজ্জামান হায়দার পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ  হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন চৌধুরীহাটে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

চট্টগ্রামে লক্ষ টাকা ও স্বর্ণলংকারসহ গৃহকর্মী আটক

শংকর কান্তি দাশ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া নগদ টাকা উদ্ধারসহ গৃহকর্মী মোছা: জান্নাত (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেফতার করেন পাঁচলাইশ মডেল থানা পুলিশ। পাঁচলাইশ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে এসব জিনিস চুরি করে সে। পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আহমদ নাসিমুল হুদা (৬৪) গত ১১ মার্চ সকাল ১০টার দিকে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে বাসার চাবি আত্মীয় হাসিনা সুলতানা (৭৮)-এর কাছে রেখে যান। গৃহকর্মী জান্নাত প্রতিদিন চাবি নিয়ে বাসায় প্রবেশ করতেন এবং কাজ শেষে চাবি ফেরত দিতেন। ২৩ মার্চ দুপুর ১টার দিকে ভারত থেকে ফিরে নাসিমুল হুদা দেখেন, তার বেডরুমের স্টিলের লকার খোলা এবং লকারে রাখা স্বর্ণালংকার ও নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এরপর গৃহকর্মী জান্নাত আত্মগোপনে চলে যান।

ঘটনার পর পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ জানানো হলে পুলিশ অভিযান শুরু করে। ২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল হোসেন বলেন, গ্রেফতার গৃহকর্মী জান্নাত স্বীকার করেছে যে, সে ধীরে ধীরে মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট