সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা তুলে ধরে গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ মার্চ) চট্টগ্রামের হোটেল সৈকতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী জননেতা হাসান মারুফ রুমী। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, “সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাস্তবায়ন করতে হবে।” তিনি দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনায় অংশ নেন জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম নূর, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট কফিল উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ওয়াজীউল্লাহ, শ্রমিক নেতা মো. হারুন, বিএনপির মো. সাইফুল ইসলাম, এবি পার্টির সিদ্দিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জোবাইরুল আলম মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মহিউদ্দিন, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদ হোসেন, সংগঠক কলি কায়েসসহ গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরা।
বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংবিধান সংস্কার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক জবাবদিহিতা এবং জনগণের অধিকার সুরক্ষায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আলোচনা সভার শেষে দেশের চলমান সংকট উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।