1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত: সাংবাদিকদের সত্য ও ন্যায়ের সংগ্রামে থাকার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: জাতীয় সাংবাদিক সংস্থা-চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আমি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করি, যেখানে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করি। আমার বক্তব্যে আমি তুলে ধরেছি যে সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব। সত্য প্রকাশের লড়াইয়ে সাংবাদিকদের নির্ভীক থাকতে হবে, কারণ একটি জাতির উন্নয়ন ও গণতন্ত্র টিকে থাকার পেছনে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা অপরিসীম।
সাংবাদিকদের প্রতি আমার আহ্বান
আমি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই—আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি, বরং সত্য প্রতিষ্ঠার জন্য নির্ভীকভাবে কাজ করি। সংবাদপত্র ও গণমাধ্যমকে দলীয়করণ থেকে মুক্ত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের লেখনীতে হতে হবে নিরপেক্ষ, জনস্বার্থমূলক এবং ন্যায়ভিত্তিক। আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাংবাদিকদের স্বাধীনতা সংকুচিত হওয়া, যা প্রতিরোধ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি জাকিরুল ইসলাম কাজী, মহাসচিব মো. আলমগীরী, উপদেষ্টা বাঁকিরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতাউর রহমান চৌধুরী, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল্লাহ এম. হুমায়ুনসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সমাজসেবক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনরাও এ আয়োজনে অংশ নেন এবং সাংবাদিকদের সাহসিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
ইফতার ও বিশেষ মোনাজাত
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি, ভবিষ্যতেও জাতীয় সাংবাদিক সংস্থা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে, যা সাংবাদিকদের মনোবল ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট