1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
‎পুলিশের প্রতিবেদনে উঠে এলো রংপুরের হিন্দু পাড়ার হামলার ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ শ্রীমঙ্গল থেকে ভুলে পঞ্চগড়ে, পরিবারকে ফিরে পেতে চায় ছোট্ট রিয়াদ নবীনগর পৌর শাখার ৫, ৬, ৭,নং ওয়ার্ডের কৃষক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক ইনস্পেক্টর নির্বাচিত হলেন লোহাগাড়ার গর্ব মোঃ হাসানুজ্জামান হায়দার পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ  হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন চৌধুরীহাটে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

কাশিয়ানীতে ব্রিজ ও রাস্তার কাজের ০৭ বছর পরেও মামলার সত্যতা পায়নি তদন্তকারী দল

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় গোপালগঞ্জ জেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থবছরের বার্ষিকী উন্নয়ন কর্মসূচি এডিবি এর আওতায় কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ব্রিজ হতে মাইজকান্দি হয়ে আড়ুয়াকান্দি খাল পর্যন্ত তিনটি ব্রিজ সহ রাস্তা এইচবিবি করন কাজের জামানত সহ চূড়ান্ত বিল পরিশোধের (সাত) বছর পর প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বিলের নথিপত্র থেকে জানাযায়, দর প্রস্তাব অনুযায়ী ৮৯লাখ ৭৭ হাজার ৬ শত টাকা ৬৬ পয়সা চুক্তি সম্পাদনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্ড কোং এর নামে বিধি মোতাবেক গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে প্রথম ও চলতি বিল বাবদ ৫৪,০৭,২১৭ /=টাকার চেক প্রদান করা হয়। পরবর্তীতে ১৬/৫/২০১৭ ইং তারিখে বিধি মোতাবেক গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্ড কোং এর অনুকূলে নিট বিল বাবদ ২১ লক্ষ ৩০ হাজার ৯৭৪ টাকার চেক প্রদান করা হয় এবং ১৯/০২/২০১৮ ইং তারিখে বিধি মোতাবেক জেলা পরিষদ গোপালগঞ্জে এর নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্ড কোং এর অনুকূলে জামানত বাবদ ৪,৫০,০০০ টাকার চেক প্রদান করে। পরে (০৭) বছর পর ওই প্রকল্পের কাজ সম্পূর্ণ না করে ৬,৩৩,৭৪৪ টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে গোপালগঞ্জের জেলা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে গোপালগঞ্জের জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান (৩৯) ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্ড কোং এর স্বত্বাধিকারী এম এম হাবিবুর রহমান (৬৮)সহ বিভিন্ন সংশ্লিষ্টদের নামে মামলা দায়ের করেন পরবর্তীতে গত ২২ শে জানুয়ারি, মামলা বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা হিসেবে সহকারী পরিচালক বিজন কুমার রায় কে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি ওই তদন্তকারী কর্মকর্তা সহ সড়ক ও জনপদ বিভাগ এর (তিনজন) প্রকৌশলী, জেলা পরিষদের প্রকৌশলী ও উক্ত কাজের ঠিকাদার এর প্রতিনিধি এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে পরিমাপ গ্রহণ করেছেন। তদন্ত চলাকালীন উক্ত স্থানটি সরজমিনে পরিদর্শন করে প্রকল্পে কোন দৃশ্যমান ত্রুটি বা অসঙ্গতি পাওয়ার প্রমাণ মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট