চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ৮টি সিআর ওয়ারেন্ট তামিল করা হয়েছে। অভিযানে এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রাতের অভিযানে গ্রেপ্তার
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আনিসুর রহমান, এসআই নুরুল হাকিম, এসআই মো. ফয়সাল, এএসআই জিএম শুকরিয়া ও সঙ্গীয় ফোর্স নিয়ে ১ মার্চ ২০২৫, রাত ২টা ৩০ মিনিটের দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোতোয়ালী থানার একাধিক সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. হাফিজ আল আছাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দগাঁও আবাসিক এলাকার ১৩ নম্বর সেকশনের হোল্ডিং নং ৪৬৯-এর বাসিন্দা।
একাধিক মামলার পরোয়ানা
গ্রেপ্তারকৃত হাফিজ আল আছাদুর রহমানের বিরুদ্ধে সিআর মামলা নং ১৮৮৭/২৪, ১৮৮৮/২৪, ১৮৮৬/২৪, ১৮৮৯/২৪, ১৮৯০/২৪, ১৮৯১/২৪, ১৮৯২/২৪ রয়েছে, যা বাংলাদেশের চেক প্রতারণা প্রতিরোধ আইনের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারার অধীনে দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে, চান্দগাঁও থানা এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কঠোর নজরদারির কারণে সন্ত্রাস, প্রতারণা ও আর্থিক অপরাধ দমনে সফলতা আসছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, চলমান অভিযানের অংশ হিসেবে আরও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ দল নিয়মিত অভিযান পরিচালনা করছে।