1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

আশুলিয়ায় মাদক সহ মাধব কারবারি গ্রেপ্তার ৩

সুচিত্রা রায়
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৪ ফেব্রুয়ারী) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়শুনই ফকিরবাড়ি এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে জুয়েল রানা (২৬)। ভোলা জেলার সদর থানার দক্ষিণ চড়পাতা এলাকার মৃত রকিবুল ইসলামের ছেলে হোসাইন (৩৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কুতুবপুর বাহার এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ফয়সাল (১৯)।পুলিশ জানায়, অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৬ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আশুলিয়ার কাঠগড়া, আমতলা, মাঝিপাড়াসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলো।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট