1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
‎পুলিশের প্রতিবেদনে উঠে এলো রংপুরের হিন্দু পাড়ার হামলার ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ শ্রীমঙ্গল থেকে ভুলে পঞ্চগড়ে, পরিবারকে ফিরে পেতে চায় ছোট্ট রিয়াদ নবীনগর পৌর শাখার ৫, ৬, ৭,নং ওয়ার্ডের কৃষক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক ইনস্পেক্টর নির্বাচিত হলেন লোহাগাড়ার গর্ব মোঃ হাসানুজ্জামান হায়দার পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ  হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন চৌধুরীহাটে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

গোবিন্দগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

এস এম সবুজ ফকির
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট আদিবাসীপাড়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে প্রায় ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। রবিবার সন্ধ্যায় পুকুরে নৈশ্য প্রহরী নজরুল ইসলাম না থাকার সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট/কীটনাশক প্রয়োগ করে ৩ লাখ পিস পাঙ্গাস, ১ লাখ পিস রুই ও ৫০ হাজার পিস মৃগেল মাছের পোনা নিধন করে। রাত ৮টার দিকে নৈশ্য প্রহরী পুকুরে মাছ মরে ভেসে উঠছে বলে রফিকুল ইসলামকে মুঠোফোনে জানানোর পরে তিনি সরেজমিনে গিয়ে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে পুকুরে গ্যাসের কারনে মাছ মরে ভেসে উঠছে ধারণা করলেও পরে স্থানীয় ভ্যাটেরিনারি চিকিৎসককে দেখিয়ে নিশ্চিত হন পুকুরে গ্যাস ট্যাবলেট/বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে।
রাজাহার ইউনিয়ন চেয়ারম্যান ও ভুক্তভোগী মৎস্য চাষী রফিকুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর যাবৎ বড়ট্র মৌজায় ১.৭৬ একর জায়গায় পুকুর খনন করে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, রুই ও মৃগেল মাছ চাষ করেছি। এতে আমার আনুমানিক ৩০ লাখ টাকা খরচ হয়েছে। মাস ছয়েক পরে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।
প্রতিবেশী নুর জাহান বেগম জানান, মাগরিবের কিছুক্ষণ আগে পুকুরে মাছ ভেসে উঠতে দেখি। বিষ প্রয়োগ করে মাছ মারা হয়েছে। একই গ্রামের বাসিন্দা শাফিরুল জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে চেয়ারম্যানের পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখি। শত্রুতার জেরে পুকুরে বিষয় প্রয়োগ করে মাছ মারা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট