1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড গাইবান্ধা, ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা হত্যার হুমকি থানায় অভিযোগ  ৩২ তম বাৎসরিক ওরশ মোবারক ও গুনীসম্মাননা ২০২৫

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব পদে নতুন নেতৃত্ব আহ্বান: অভিজ্ঞতার আলোকে কিছু কথা

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম নাগরিক ফোরাম—এ শহরের মানুষের হৃদয়ের সংগঠন, আমাদের চট্টগ্রামের উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রামের প্রতীক। ২০১৫ সালের ৩১ জুলাই ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে আমরা যখন চট্টগ্রামের চলমান সমস্যা, বিশেষ করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনা করেছিলাম, তখন থেকেই এই সংগঠন ছিল চট্টগ্রামবাসীর ন্যায্য অধিকার আদায়ের অন্যতম হাতিয়ার। আমাদের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে আজ চট্টগ্রামে যে জলাবদ্ধতা নিরসনের প্রকল্প চলমান, সেটি কোনো আকস্মিক ঘটনা নয়—এটি আমাদের রক্তঘাম ঝরানো সংগ্রামেরই ফল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন যখন হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নেন, তখন আমরা রাজপথে নেমেছিলাম, জনগণের স্বার্থ রক্ষায় জোরদার আন্দোলন করেছি। কালুরঘাট সেতু নির্মাণসহ একাধিক দাবিতে আমরা সাফল্য অর্জন করেছি। তবু আমাদের অনেক দাবিই এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, তাই সংগ্রাম চলমান।
তবে…
আমরা যারা শুরু থেকে ছিলাম, তাদের মধ্যে অনেকেই আজ সংগঠনে অনুপস্থিত। বিভিন্ন কারণে সংগঠনটি পুরোপুরি সাংগঠনিক পরিপূর্ণতা পায়নি—এটা আমাদের ব্যর্থতা হতে পারে। কিন্তু এ ধরনের সংগঠনগুলোর স্থিতিশীলতা রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল। সরকার পরিবর্তনের সাথে সাথে নিরপেক্ষ আন্দোলনমুখী সংগঠনগুলো ভারসাম্য হারায়। চট্টগ্রাম নাগরিক ফোরামও তার ব্যতিক্রম নয়—এ কথা আমি আমার দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা থেকেই বলছি।
আজ অনেকেই মনে করেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃত্বে এসে পুরো চট্টগ্রামকে জয় করে ফেলা যাবে। তাদের এই ভাবনাটি নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু বাস্তবতা ভিন্ন। সংগঠন পরিচালনার জন্য শুধু স্বপ্ন নয়, প্রয়োজন অভিজ্ঞতা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। কিছু অতিউৎসাহী কর্মী মনে করছেন, নাগরিক ফোরামকে রাতারাতি রাজনৈতিক দলের প্রতিযোগী হিসেবে দাঁড় করানো সম্ভব। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই—এটি কোনো রাজনৈতিক দলের বিকল্প নয়, এটি জনগণের সংগঠন। রাজপথের আন্দোলনে যারা কাঁচা, তারা হয়তো এমন স্বপ্ন দেখেন, কিন্তু যারা দীর্ঘদিন রাজপথে আছেন, তারা জানেন বাস্তবতা কত কঠিন।
আমি কোনো রাতারাতি নেতা হতে চাই না, এটিই আমার বিশ্বাস। তিন যুগের রাজপথের অভিজ্ঞতা থেকে জানি, রাতারাতি কিছু অর্জন করা যায় না। তাই আমি এই অতিউৎসাহী ভাবনার সাথে একমত নই। দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং সামাজিক, অর্থনৈতিক ও সাংগঠনিক সমস্যা গভীরভাবে অনুধাবন করা জরুরি।
এখন প্রয়োজন…
এই মুহূর্তে চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব হিসেবে একজন যোগ্য নেতার প্রয়োজন। আমি চাই, এমন কেউ দায়িত্ব গ্রহণ করুন, যিনি সংগঠনটিকে সঠিক পথে পরিচালনা করবেন এবং ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। আমি চাই না, সংগঠনটি কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠুক বা ভুল পথে পরিচালিত হোক।
আমি বিশ্বাস করি, দীর্ঘ ১০ বছর ধরে আমি মহাসচিবের দায়িত্ব পালন করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু করতে পেরেছি, তা চট্টগ্রামবাসীর উপর ছেড়ে দিলাম। সফলতার কৃতিত্ব চট্টগ্রামবাসীর, আর ব্যর্থতার দায় আমি মাথা পেতে নিলাম।
তাই…
যারা মহাসচিব পদে আগ্রহী, তাদেরকে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করতে বিনীতভাবে অনুরোধ জানাই। একজন নতুন মহাসচিব নির্বাচিত হলে আমি আনন্দের সাথে দায়িত্ব হস্তান্তর করবো, ইনশাআল্লাহ।
চট্টগ্রাম নাগরিক ফোরামের এই পথচলা হোক আরও সুদৃঢ়, আরও শক্তিশালী—এটাই আমার কামনা।
অনুরোধে–
মো. কামাল উদ্দিন
মহাসচিব,
চট্টগ্রাম নাগরিক ফোরাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট