কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ২৩ অক্টোবর (বুধবার) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা এ জরিমানা করেন। প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্রাহ্মণপাড়া বাজারের ব্যবসায়ী মোঃ মহসিন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই আইনে মামুন আহাম্মদ কে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় তিনি বলেন বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। অভিযানের সময় স্যানিটারী ইন্সপেক্টর এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।