1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীনগরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত  জুলাই আন্দোলনে নিহত বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ পাঁচবিবি উপজেলা প্রশাশনের! বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন পঞ্চগড়ে পাঁচটি ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের জরিমানা জয়পুরহাটে রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা নিয়ে সমালোচনার ঝড়,বিতর্কিত ব্যক্তির হাতে ক্রেস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গলাচিপায় বিএনপির সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র‌্যালি আবুল হাসানকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সহিংসতার নির্মম চিত্র! ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান

বালুর ব্যবসা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

জিন্নাত আরা
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বালুর ব্যবসাকে কেন্দ্র করে চান্দগাঁও থানাধীন অদুর পাড়া জাগরণী সংঘ ক্লাব সংলগ্ন দক্ষিনা বাড়ীস্থ ওমর ফারুকের চায়ের দোকানের সামনে আফতাব উদ্দিন তাহসিন (২৭) নামে এক ব্যাক্তিকে শটগান দিয়ে  গুলি করে এবং হাসপাতালে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহতের পিতার মামলা সূত্রে জানা যায়,  আফতাব উদ্দিন তাহসিন (২৭) চান্দগাঁও থানাধীন অনুর পাড়া, হাজীর পাড়া সহ আশপাশ এলাকায় ইট, বালুর ব্যবসা করিয়া আসিতেছে। ইট, বালুর ব্যবসার বিষয়কে কেন্দ্র করিয়া হত্যা কারিরা  মোবাইল ফোনে আফয়ার উদ্দিন তাহসিন (২৭) কে  হুমকি দিত। তারই ধারাবাহিকতায়  আফয়ার উদ্দিন তাহসিন (২৭) ইং ২১/১০/২০২৪ তারিখে বিকাল অনুমান ৪:২৫ ঘটিকার সময়  চান্দগাঁও থানাধীন অদুর পাড়া এলাকায় ব্যবসায়ীক কাজে গিয়ে  জাগরণী সাথ ক্লাব সংলগ্ন দক্ষিনা বাড়ীস্থ ওমর ফারুকের চায়ের দোকানে বসে।  এসময় ১) সাজ্জাদ হোসেন প্রায় বুড়ির নারী (৩০), পিতা-মোঃ জামাল, মাতা-রুনা বেগম, সাং-পূর্ব শিকারপুর, সোনা মিয়া সওদাগরের বাড়ী, হিন্দুপাড়া, দুর্ণী বাড়ির পূর্ব পাশে, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে আমান বাজার, সোনা মিয়া সওদাগর বাড়ী (মুনুর মার্কেট), খাবা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম। ২। মোঃ হাসান (৩৬), পিতা-মোঃ আলম, দাং-পশ্চিম শরীও নগর, সুবহান কন্ট্রাক্টরের বাড়ী, ০৩নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, ৩। মোহাম্মদ (২৮), পিতা-মোঃ খোকন, সাং-চাইল্যাতলী, খনি কন্ট্রাক্টরের বাড়ী, বানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ খোরশেদ প্রঃ খালাতো ভাই খোরশেদ (৪০), পিতা-মৃত আনোয়ার, সাং-কদলপুর, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম ৫। মোঃ হেলান (৩৫), দিয়া-লেও মোহাম্মদ, সাং-হাজিবপুল, মাইজপাড়া, দিলে মিয়া মিস্ত্রি বাড়ী, খানা-হান্দগাও, জে চট্টগ্রাম সহ আরও অজ্ঞাত বিবাদীরা একটি কাল রংয়ের নোহা গাড়ী (যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-চ-১১-৩১৮৯) যোগে ঘটনাস্থলে আসে এবং সঙ্গে থাকা শটগান (আগ্নিয়াস্ত্র) নিয়ে অতর্কিতভাবে আফতাব উদ্দিন তাহসিন (২৭) এর নিকটে আসিয়া হত্যার উদ্দেশ্যে কোমর হইতে পা পর্যন্ত শরীরে কয়েক রাউন্ড  গুলি করিলে মাটিতে লুটাইয়া পড়ে এসময় গুলির শব্দ শুনে আশপাশের লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা সঙ্গে থাকা গাড়ীযোগে পালাইয়া যায়। পরে লোকজন আফতাব উদ্দিন তাহসিন (২৭) কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এবিষয়ে চান্দগাঁও থানায় মামলা নং-২৩, ৩০২ ধারা/৩৪ পেনাল কোড ১৮৬০, তারিখ ২৩/১০/২০২৪ ইং সিএমপি, চট্টগ্রামে একটি মামলা হয়। হত্যাকারিদেরকে গ্রেফতার করার জন্য ওসি আফতাব উদ্দিন ও সেকেন্ড অফিসার আব্দুল মমিনের নেতৃত্বে অভিযান চলেছে বলে থানা সূত্রে জানাযায় ।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট