1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আবুল হাসানকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সহিংসতার নির্মম চিত্র! ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান তলবী সভা অবৈধ ঘোষণা: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব-2 ‎পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক ‎ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২ শহর পেরিয়ে ভয়ংকর কিশোরগ্যাং কালচারে এখন মিরসরাইয়ে গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ গলাচিপা-কলাগাছিয়া সড়কের করুণ দশা, উপেক্ষিত জনদুর্ভোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম ববিকে আসামি করায় ব্যাপক ক্ষোভ

চান্দগাঁওয়ে চালককে আঘাত করে অটোরিকশা ছিনতাই, তিনজন গ্রেফতার ,রিকশা ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

গত ২১ অক্টোবর ২০২৪ রাত ৩:১৫ মিনিটে চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া ব্রিজের উপর ব্যাটারিচালিত রিকশা চালক মোঃ জালাল মিয়াকে গুরুতর আঘাত করে তার সবুজ রঙের ডায়মন্ড ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি ধারালো অস্ত্র দিয়ে তার গলায়, মুখে, মাথায়, পিঠে এবং দুই পায়ের টাকনুর পিছনে উপর্যুপরি আঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া রিকশাটির মূল্য প্রায় ১,১৫,০০০ টাকা।

মামলা দায়ের হওয়ার পর পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন বড়ুয়া শাপলার নেতৃত্বে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা হলেন মোহাম্মদ পারভেজ (২৪), আরিফুল ইসলাম প্রঃ ইমন (২৬), এবং আরমান হোসেন (২২)। তাদের কাছ থেকে ছিনতাই করা ব্যাটারিচালিত রিকশা ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামাদি: ১. একটি ব্যাটারিচালিত অটোরিকশা। ২. একটি সিএনজি।

গ্রেফতারকৃত আসামিরা: ১. মোহাম্মদ পারভেজ (২৪), পিতা-মোঃ নুর ইসলাম, মাতা-মোছাঃ পারভীন বেগম, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। ২. আরিফুল ইসলাম প্রঃ ইমন (২৬), পিতা-জহিরুল ইসলাম, মাতা-জেসমিন আক্তার, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। ৩. আরমান হোসেন (২২), পিতা-আবুল কালাম, মাতা-আয়েশা বেগম, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং তারা দ্রুত বিচার দাবী করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট