গত ২১ অক্টোবর ২০২৪ রাত ৩:১৫ মিনিটে চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া ব্রিজের উপর ব্যাটারিচালিত রিকশা চালক মোঃ জালাল মিয়াকে গুরুতর আঘাত করে তার সবুজ রঙের ডায়মন্ড ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি ধারালো অস্ত্র দিয়ে তার গলায়, মুখে, মাথায়, পিঠে এবং দুই পায়ের টাকনুর পিছনে উপর্যুপরি আঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া রিকশাটির মূল্য প্রায় ১,১৫,০০০ টাকা।
মামলা দায়ের হওয়ার পর পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন বড়ুয়া শাপলার নেতৃত্বে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা হলেন মোহাম্মদ পারভেজ (২৪), আরিফুল ইসলাম প্রঃ ইমন (২৬), এবং আরমান হোসেন (২২)। তাদের কাছ থেকে ছিনতাই করা ব্যাটারিচালিত রিকশা ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামাদি: ১. একটি ব্যাটারিচালিত অটোরিকশা। ২. একটি সিএনজি।
গ্রেফতারকৃত আসামিরা: ১. মোহাম্মদ পারভেজ (২৪), পিতা-মোঃ নুর ইসলাম, মাতা-মোছাঃ পারভীন বেগম, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। ২. আরিফুল ইসলাম প্রঃ ইমন (২৬), পিতা-জহিরুল ইসলাম, মাতা-জেসমিন আক্তার, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। ৩. আরমান হোসেন (২২), পিতা-আবুল কালাম, মাতা-আয়েশা বেগম, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং তারা দ্রুত বিচার দাবী করেছেন।