 
																
								
                                    
									
                                 
							
							 
                    
অদ্য ২৬/১০/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী, এসআই মনিরুল আলম খোরশেদ, এএসআই সোহেল আহমেদ ও এএসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অর্থজারী মামলা নং- ১৬৮৯/২৪ সংক্রান্তে ০৬(ছয়) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ জামাল উদ্দিন, পিতা- মৃত মুছা মিয়া, সাং- কালারপুল, বহদ্দারহাট, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। ধৃত আসামী মোঃ জামাল উদ্দিনের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় ০১টি সিআর সাজা ওয়ারেন্ট মূলতবী আছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।