গত ১৭ই সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বাগেরহাট কাস্টমস । বাগেরহাট কাস্টমস সূত্রে জানা যায় একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধ ও নকল সিগারেট দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে মোল্লারহাট কে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় বিপণন করত । সেই সূত্র ধরে বাগেরহাট কাস্টমস গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ই সেপ্টেম্বর সকালে অবৈধ সিগারেট উদ্ধারে মোল্লারহাট এর একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় উক্ত বাড়ি থেকে অবৈধ সন্দেহে বিভিন্ন ব্রান্ডের ৪৫ হাজার শলাকা সিগারেট জব্দ করে । এর মধ্যে রয়েছে ডার্বি স্টাইল, টপ ২০ কিং সাইজ, লন্ডন ক্লাসিক এন্ড লাইট, পার্লিয়ামেন্ট ব্লাক এন্ড পার্লিয়ামেন্ট, লাকি সেভেন (রেগুলার), কিং ব্লাক স্কয়ার গোল্ড, টপ লাইট ব্রান্ডের সিগারেট ।অভিযানের নেতৃত্ব দেন বিভাগীয় রাজস্ব কর্মকর্তা আলী রেজা হায়দার । এ সময় আরো উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নজরুল ইসলাম সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ রুম্মান আলী ও আবু সাঈদ মোল্লা। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম ও আব্দুর রহমান । সর্বশেষ সিগারেটের স্ট্যাম্প যাচাই প্রক্রিয়াধীন রয়েছে বলে কাস্টমস সূত্রে জানানো হয়েছে । কাস্টম অফিস সূত্রে আরও নিশ্চিত করা হয় অবৈধ তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে ।