1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

বেঈমানের ভিড়ে একলা সত্যের যোদ্ধা: আমি নাছিম

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

আমি নাছিম—ফটিকছড়ির আজাদী বাজারের সেই মানুষ, যে জীবনের বহু সময় অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়িয়ে কাটিয়েছে। পথহারা মানুষদের পথ দেখিয়েছি, না খেয়ে খাইয়েছি, নিজের সুখ বিলিয়ে দিয়ে অন্যকে সুখী করেছি। যাদের সুখে-দুঃখে একাকার হয়েছিলাম, তারাই আজ আমার সরলতার সুযোগ নিয়ে আমার পিঠে ছুরি মেরেছে।
যখন আপন ভাই স্ত্রীর কথায় পর হয়ে যায়, তখন রক্তের সম্পর্কও ভেঙে পড়ে। ভাই যখন ঘরের মানুষ হয়েও শত্রুর সাথে হাত মেলায়, তখন বুঝি আপন বলতে কিছুই থাকে না। আর সেই ফাঁকে মোনাফেকরা সুযোগ খোঁজে আমার সর্বনাশের।
বন্ধু! যাকে একদিন নিজের চেয়ে বেশি আপন ভেবেছিলাম, যে বন্ধুকে প্রতিষ্ঠিত করতে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছি, সে-ই আজ টাকার লোভে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে! সেই বন্ধু এখন খুনের পরিকল্পনায় অন্যজনের সহযোগী। ভাবা যায়?
কআমার জীবনে এমন বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে, যা শুধু আমাকে নয়—আমার বিশ্বাস, আমার আত্মাকে নাড়িয়ে দিয়েছে। আমি আজ একলা, কারণ আমার ভাই, আমার বন্ধু, এমনকি আমার পরম আস্থার মানুষরাও বেঈমানির খাতায় নাম লিখিয়েছে।
তবুও, আমি ভয় পাই না। কারণ আমি সত্যের পক্ষে। আমি জানি—মিথ্যা কখনোই চিরকাল টিকে থাকতে পারে না। সত্য যতই একা হোক, একদিন সে-ই জয়ী হয়।
আমি আপোষ করি না। অন্যায়ের কাছে মাথা নত করিনি কখনো, করবও না। আমি বাঘের মতো লড়াই করতে শিখেছি। যারা মোনাফেক, যারা কাপুরুষ, তারা আমার সামনে দাঁড়ানোর সাহস রাখে না। তারা পালানোর পথ খোঁজে, কারণ তারা জানে—সত্যর সামনে মিথ্যার কোনো দাম নেই।
আমার একটাই ভুল ছিল—সবাইকে নিজের মতো করে ভালোবাসা, বিশ্বাস করা। কিন্তু আজ বুঝি, সবাই তা পাওয়ার যোগ্য নয়। তবুও আমি আশাবাদী। আমার ভরসা আল্লাহ। ইনশাআল্লাহ, একদিন এই বেঈমানদের মুখোশ খুলে যাবে, আর আমি জিতব—কারণ আমি সত্যের পথে আছি, ছিলাম, থাকব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট