1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর” বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

আদালতের নিষেধাজ্ঞা অমান্য কেশবপুরে ঘেরের মাছ ধরে বিক্রিকালে পিকআপসহ মাছ জব্দ

অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) 
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি বিরোধপূর্ণ ঘেরের মাছ ধরে বিক্রিকালে কেশবপুর থানা পুলিশ পিকআপসহ অর্ধলাখ টাকার মাছ জব্দ করেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর বিলে আলতাপোল এলাকার মেহেদী হাসান বিশ্বাসের ১৪ বিঘা জমির একটি ছোট মাছের ঘের রয়েছে। গত বছরের ১ বৈশাখ কৃষকদের কাছ থেকে ৫ বছরের জন্য চুক্তিপত্র করে তিনি মাছ চাষ করছেন। ওই ঘের দখলের জন্যে বিভিন্ন সময়ে পাঁজিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখ তার ছেলে জিয়া শেখ ষড়যন্ত্র করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে মেহেদী হাসান বিশ্বাস বাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করেন। আদালতের নির্দেশে কেশবপুর থানার এসআই লক্ষন ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের ঘেরে প্রবেশে আদালতের নিষেধাজ্ঞা জারি করে। গত ১৪ মার্চ সকালে আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুর রাজ্জাক শেখ ভাড়াটে লোকজন এনে ঘেরের মাছ ধরে বিক্রির জন্যে পিকআপে বোঝাই করতে থাকে। খবর পেয়ে কেশবপুর থানার এসআই সাইমুনের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপসহ অর্ধলাখ টাকার মাছ জব্দ করেন। এঘটনায় ঘের মালিক মেহেদী হাসান বিশ্বাস বাদি হয়ে আব্দুর রাজ্জাক শেখ তার ছেলে জিয়া শেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক শেখ জানান, ঘেরটি তিনি লিজ নিয়ে মাছ চাষ করছেন। ওই ঘেরের কিছু কৃষকের কাছ থেকে সে ডিডে স্বাক্ষর নিয়ে দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে মাছসহ পিকআপ জব্দ করা হয়েছে।
ঘটনা জানতে চাইলে এস আই সাইমুন বলেন খবর পেয়ে পিকাপসহ মাছ জব্দ করে নিয়ে এসে মৎস্য আড়ৎ এ বিক্রি পর হিসাব-নিকাশের চালান করে রাখা হয়েছে বিষয়টি বিজ্ঞ আদালতে মামলা চলমান মিমাংসা হওয়ার পর রায় মোতাবেক চালান ও টাকা হস্তান্তর করা হবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট