1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

তাহসানের সঙ্গে সিঁথির ‘একা ঘর আমার’, অনুপমের অভিষেক!

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক :

হলুদ পাঞ্জাবি গায়ে জড়িয়ে  এলেন সদ্য বিবাহিত তাহসান। দেখে মনে হচ্ছিল গায়ে হলুদের আসর থেকে ছুটে এসেছেন।  গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই  চোখ কপালে তুলে চমকে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করলেন। যার অর্থ আমার জন্য এতো ক্যামেরা! সে সময় প্রায় শতাধিক ক্যামেরা আর মোবাইলের ফ্লাশ তার দিকে। গত কয়েকদিন ধরে দেশের অন্যতম চর্চিত ব্যক্তি তিনি। তাকে ঘিরে ক্যামেরার এমন ঝলকানি থাকবে সেটাই তো স্বাভাবিক। এতো এতো ক্যামেরার সামনে দিয়ে সদ্য বিবাহিত তাহসানও নতুন জামায়ের মত লজ্জা লজ্জা ভাব নিয়েই যেনো মঞ্চে গিয়ে বসলেন!

বিয়ের পর তুমুল চর্চিত তাহসান খানের নতুন গান প্রকাশ হলো সোমবার সন্ধ্যায়। সে গান প্রকাশ উপলক্ষেই মিট দ্য প্রেস বা সংবাদ সম্মেলন।  ধরে নেওয়া হয়েছিল তাহসান অনুপস্থিত থাকবেন। কারণ এতো এতো চর্চা যাকে নিয়ে তিনি হয়তো ক্যামেরার সামনে আসবেন না। কিন্তু তাহসান ভুল ভাঙালেন। এলেন, গান নিয়ে কথা বললেন, কথা বললেন বিয়ে নিয়েও।

বিয়ের সুখবরের দু’দিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।

সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দু’জনে মডেল হয়েও মুগ্ধতা ছড়ালেন।  এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হলো ব্যয়বহুল গানচিত্রটি। যা প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা-দর্শক মহলে।

এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, ‘‘প্রতিবছরই কা‌জের প‌রিকল্পনা ক‌রি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বে‌শি গা‌নের প‌রিকল্পনা ক‌রে‌ছি। বছরের প্রথম মাসেই চারটি গান ক‌রে‌ছি। এর ম‌ধ্যে শুরুটা করলাম ‘একা ঘর আমার’ দিয়ে।’’

‘একা ঘর আমার’ প্রসঙ্গে গানটির এই গীতিকার-সুরকার-শিল্পী বলেন, ‘প্রেম নিয়ে এতো এতো গান লেখা হয়েছে, এতো ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।’

গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটি প্রসঙ্গে কথা বলেছেন।

‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা ব‌লেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বল‌ছি‌লেন, প্রেম যত‌ দিন থাক‌বে, স্যাড‌নেস ততোদিন থাক‌বে। এই গানটাও স্যাড রোমা‌ন্টিক। চমৎকার এক‌টি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’

‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনও গান প্রযোজনা করেছে। সেজন্যই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যত্ন চোখে পড়েছে।

অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হো‌সেন ব‌লেন, ‘৪০ বছর ধরে আমরা সিনেমা ও গানের সঙ্গে আছি। চেষ্টা করেছি বাংলা সিনেমা ও গানের উন্নয়ন ও বিকাশে কাজ করে যেতে। যদিও এতকাল আমরা সিনেমার বাইরে মৌলিক গান করিনি। তবে এই গানটি দিয়ে আমরা সেই পথে এখন থেকে হাঁটা শুরু করলাম। ভিউ নয়, আমরা চাই মানসম্মত আধুনিক বাংলা গান করতে। বাকিটা নির্ভর করছে সবার সমর্থন ও সহযোগিতা। আমাদের এই নতুন যাত্রায় তাহসান ও সিঁথিকে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এই প্রকাশনা উৎসবের শুরুতে অনুপম রেকর্ডিং মিডিয়া প্রসঙ্গে সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও গীতিকবি মহসীন মেহেদী

সূত্র : ‍নেট

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট