1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমানের উপর-ব্যারিস্টার মীর হেলাল

নুরুল ইসলাম রিপন
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের মানুষ বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখছে। তিনি বলেন, অতীতে ১৯৭১ সাল থেকে দেশের প্রতিটি জাতীয় সংকটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার কাণ্ডারীর ভূমিকা পালন করেছে। একদলীয় বাকশাল শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়া ইতিহাস সৃষ্টি করেছিলেন। এবার শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব দরবারে একটি সমৃদ্ধ জাতি উপহার দেবেন। মীর হেলাল অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করতে আওয়ামী লীগ ও তাদের দোসররা ষড়যন্ত্র করছে। দেশের রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করতে ফ্যাসিবাদী চক্রান্ত চলছে। তবে জনগণ তাদের ভোটাধিকার ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান ইন্টারিম সরকারের দায়িত্ব হচ্ছে দেশের প্রাথমিক সংকট কাটিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু সরকার দিন দিন গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে। বিএনপি সংকট উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আসছে। তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে এবং এই নেতৃত্বেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল আল আমিন মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী চালক দলের আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত বিটুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব হাজী মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, নুর মোহাম্মদ, মকবুল হোসেন, আব্দুল কাদের জসিম, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান আলম, অরূপ বড়ুয়া, মো. শরীফুল ইসলাম তুহীন।
এছাড়াও বক্তব্য রাখেন:
জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জসিম উদ্দীন কবির, মো. আক্কাস সওদাগর, হাজী আবু তাহের, আলা উদ্দিন জালাল, আবুল কালাম, তাজুল ইসলাম, সুমন, গিয়াস উদ্দিন, মো. হেলাল, শহীদুল ইসলাম খোকন, মো. জাহেদ, মো. নিজাম উদ্দিন মিজান, মো. শওকত, মো. জসিম, হাজী নুরুল আমিন, মো. নবী, মো. মান্নান, আবুল হোসেন বাচ্চু, মো. মিলন, ফরিদ উদ্দিন, তারা মিয়া, মো. আলম, মিজানুর রহমান ফরিদ, শামসুল ইসলাম আরজু, দেলোয়ার হোসেন, মো. তৌহিদ, মো. হানিফ, মো. ফিরোজ, মো. কবির, মো. ইসহাক প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ সরকারের সমালোচনা করে বলেন, জনগণের দাবির প্রতি উপেক্ষা প্রদর্শন করলে সরকারের জন্য ভবিষ্যৎ আরও কঠিন হবে। তারা জনগণের স্বার্থ রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট