পাথরা গেট সংলগ্নে হদ,মাগুরখালী,বংশী সহ অন্য অন্য বিলের পানি সেচের কার্যক্রম পরিদর্শন করেন মাননীয় প্রাধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এর সদস্য রাশিদুল ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন পাথরা বিল সেচ কমিটির সভাপতি ও কেশেবপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য এবং ৫নং মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম কামরুজ্জামান লিটন,এবং ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের ছাত্রনেতা মোঃ লিটন,ও ছাত্রনেতা মোঃ রাশিদুল ইসলাম রিফাত, কেশবপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আবু হুরাইরা রাসেল, জলাবদ্ধতা নিরসনের জন্য পাকা রাস্তার উপর দিয়ে ওভার ব্রিজ তৈরি করে পানি সরানোর কর্যক্রম চলছে।জলাবদ্ধতা নিরসন না করা গেলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে গ্রামবাসীদের পাথরা হদ এবং মাগুরখালী গ্রামের লোকজন অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কারন তাদের বসতবাড়িতে পানি এবং রাস্তায় আছে অনেক পানি এ অবস্থায় তারা বাড়িথেকে বের হতে পারছে না পরিবারকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে এমতাবস্থায় গ্রামবাসিদের পানির কবল থেকে রক্ষা করতে পানি নিরসনের জন্য একটা কমিটি তৈরি করে এই সেচ কমিটির সভাপতিকেশেবপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ৫নং মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম কামরুজ্জামান লিটন এবং গ্রামবাসির প্রচেষ্টায় জলাবদ্ধতা নিরসনের কাজটি করার পরিকল্পনা চলছে এতে করে পাঁজিয়া পাথরা,হদ,মাগরখালী,বংশী সহ অন্য এলাকার মানুষ পানির কবল থেকে রক্ষা পাবে।