গাজীপুর মহানগরের অন্তর্ভুক্ত টঙ্গী পৌরসভা সংলগ্ন এন এফ সি রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিকদের নিয়ে অর্ধদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
কর্মশালাটির সভাপতিত্ব করেছে গাজীপুর মহানগর
সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান। অনুষ্ঠানটির আলোচনায় শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। এছাড়া গাজীপুর মহানগর সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা জনাব মোঃ খাইরুল হাসান আদর্শিক সাংবাদিক এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও ঝুঁকিপূর্ণ সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কৌশল নিয়ে আলোচনা করেন জনাব মোঃ কামরুজ্জামান বাবলু, দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো প্রধান, তুর্কী সরকারি সংবাদ সংস্থা আনালদু ।
আরো বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত কণ্ঠ ২৪ ডটকম এর প্রধান সম্পাদক অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব মোঃ শহিদুল ইসলাম সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার গণ ও সাংবাদিক নেতৃবৃন্দ গন।
পরিশেষে গাজীপুর মহানগর সাংবাদিক ফোরাম এর সভাপতি গাজী খলিলুর রহমান এর সভাপতিত্বে কর্মশালা শেষ হয়।