1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুবর্ণচরে টেকসই কৃষির মান উন্নয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ লাল–সবুজের বিজয়গাথা – মহান বিজয় দিবস ৫০ হাজার টন চাল ও ৮০ হাজার টন সার কিনবে সরকার নওগাঁ জেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত দেশের সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক: ড. সালেহউদ্দিন ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চৌদ্দগ্রামের নোয়াগ্রামে কেন্দ্রে শৃঙ্খলা বিভাগের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেদারল্যান্ডসে ইসরাইলি ক্যান্টরের কনসার্টকে ঘিরে বিক্ষোভকালে গ্রেফতার ২২ 

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ক্যান্টরের কনসার্টকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় শহরের বিখ্যাত কনসার্টগেবাউ কনসার্ট হলের বাইরে এটি ঘটেছে বলে জানিয়েছে ডাচ পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর সরকারি ক্যান্টর শাই আব্রামসনের একটি সংগীত পরিবেশনার প্রতিবাদে কয়েকশ মানুষ কনসার্ট হলের আশপাশে জড়ো হন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ একাধিকবার হস্তক্ষেপ করতে বাধ্য হয়।  কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে স্মোক বোম ছোঁড়ে, এর জবাবে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে।

এ সময় পুলিশের এক সদস্য সামান্য আহত হন।  পুলিশ আরও জানায়, জনসমাবেশ আইন ভঙ্গ, আতশবাজি বহন ও গ্রেফতারে বাধা দেওয়ার মতো অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে।

রোববার বিকেলে শাই আব্রামসনের কনসার্ট গেবাউয়ের বার্ষিক উন্মুক্ত হনুক্কা কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে, ব্যাপক সমালোচনার মুখে ওই কর্মসূচি বাতিল করা হয়।

পরে তাকে দুটি ব্যক্তিগত সন্ধ্যাকালীন কনসার্টে গান পরিবেশনের আমন্ত্রণ জানানো হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা সৃষ্টি হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া এই সংঘাত সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে থেমেছে।

তবে ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ওই যুদ্ধবিরতি এখনো নাজুক অবস্থায় রয়েছে।  ইসরায়েল ও হামাস প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট