
রাঙামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাঙামাটি-২৯৯ নং আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে আলেম-ওলামাদের নিয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটে রাঙামাটি বনরুপাস্থ ইসলামিক সেন্টার মিলনায়তনে এই জনসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আবদুল জাব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ নং আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।
বিশেষ অতিথির আসনে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ মানছুল হক, মাওলানা নুরুল আলম সিদ্দিকী, পৌর আমীর মোঃ মাইনুদ্দিন এবং পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার।
সভায় বক্তারা বলেন, রাঙামাটির মানুষের অধিকার, শান্তি ও ন্যায়ের জন্য দরকার সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব। এডভোকেট মোখতার আহম্মদকে বিজয়ী করতে তারা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
বক্তারা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাঙামাটির উন্নয়ন, শিক্ষা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।