
৭ ই অগ্রহায়ন রোজ সোমবার কালিহাতী কেন্দ্র জয় কালীবাড়ি মন্দিরে ভক্ত সেবার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালি হাতি উপজেলা নির্বাহী অফিসার জনাব খায়রুল ইসলাম, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি। কালিহাতী পূজা উদযাপন ফ্রন্ডের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জি (নিরু) সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য।জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব সরকার, কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দির এর সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী,সনৎ সাহা চৌধুরী, প্রবল ভৌমিক নেপাল সাহা জয়দেব সাহা ক্ষীরথ ঘোষ রায় মোহন সূত্রধর, অলোক শয্যায় ছিলেন তাপস ভট্টাচার্য, সিনিয়র কোষাদক্ষ শ্যামল সাহা, সহ কালিহাতী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব এই ভক্ত সবায় অংশগ্রহণ করেন।