প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৬:৩৬ পি.এম
সিরাজগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জ সরকারি কলেজে'র আয়োজনে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রি. এর শুভ উদ্বোধন করা হয়। এ প্রতিযোগিতার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করার পর জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করার মাধ্যমে এবং মশাল পরিভ্রমণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা'র বিভিন্ন ইভেন্টে কলেজে'র২১'বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী,ছাত্র-ছাত্রীনেতৃবৃন্দরা, অংশগ্রহন করছে।
গত রবিবার (১৮জানুয়ারি-২০২৬ খ্রি.) বেলা সাড়ে ১১টায় উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজে'র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬খ্রি.এর কমিটি'র আহবায়ক কলেজে'র অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ক্রীড়া প্রতিযোগিতার সদস্যসচিব বাংলা বিভাগের অধ্যাপকএ.এইচ.এম.জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে'র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা প্রমুখ। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরো খেলা পরিচালনা করছেন,সিরাজগঞ্জ সরকারি কলেজে'র শিক্ষক মোঃ আব্দুর রশীদ (এম.এ ও বিপিএড)। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা- কর্মচারী সহ কলেজ সকল বিভাগের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিযোগি শিক্ষার্থী, প্রতিযোগি কর্মকর্তা, ছাত্র নেত্রবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে - দৌড়, রিলে দৌড়, জ্যাম্প, নিক্ষেপ, হাড়িভাঙ্গা ঝুলিতে বল নিক্ষেপ, দ্রুত হাঁটা,বিস্কুট দৌড়, অংক দৌড়, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রভৃতি এবং যেমন খুশি তেমন সাজো রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত