আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটকে সামনে রেখে আজ গাইবান্ধা সফরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ড. আসিফ নজরুল। জেলা পর্যায়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানের সময় ও স্থান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। সভায় উপদেষ্টার সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। সভার মূল লক্ষ্য ও বিষয়বস্তু আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল এই সভায় মূলত দুটি বিষয়ে গুরুত্বারোপ করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি।
গণভোটের প্রচার: সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবিত গণভোটের প্রচার কার্যক্রম এবং এ বিষয়ে জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা প্রদান। সফরকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এই মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের অংশীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনের আগে উপদেষ্টার এই সফর স্থানীয় ভোটার ও প্রশাসনের মাঝে বিশেষ উৎসাহ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে সাধারণ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com