অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ অনুষ্ঠানের লক্ষে সোমবার দুপুরে বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৯জানুয়ারি) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মো্ঃ খায়রুল আলম সুমন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকার, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল,
গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং ভোটারদের নির্ভয়ে
ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” সভায় বক্তব্য আরো রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফকরুল ইসলাম, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ সায়িফ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির প্রমুখ। সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com