নোয়াখালী সুবর্ণচরে একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে, গোডাউনে থাকা তুলা ও তুলার মেশিনসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে,
গত শনিবার (১৭জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হারিছ চৌধুরী বাজার সংলগ্ন সেলিম মেম্বারের বাড়ির সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শারীরিক প্রতিবন্ধী নুর উদ্দিনের ভ্যানগাড়িসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ বাহার।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে বাহারের গোডাউনে থাকা যাবতীয় মালামাল, মেশিনপত্র ও পাশের রুমে প্রতিবন্ধী নুর উদ্দিনের একমাত্র আয়ের উৎস ভ্যানগাড়ি টি পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় প্রতিবন্ধী নুর উদ্দিনের উপার্জনের একমাত্র সম্বল ভ্যানগাড়ি টি পুড়ে যাওয়ায় সে দিশেহারা হয়ে মাটিতে পড়ে যায়, তার কান্না কোনভাবেই থামছে না, কান্নাজড়িত কন্ঠে নুর উদ্দিন বলেন, আমি প্রতিবন্ধী শরীর নিয়ে ভ্যানগাড়ি চালিয়ে কোনভাবে সংসার চালাচ্ছি, ভ্যানগাড়ি টি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এখন কি উপায় হবে আমার।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী মোঃ বাহার জানান, আমার তুলার গোডাউনে আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই দাউ দাউ করে আগুন জ্বলছে, স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয় মেম্বার মোঃ সেলিম জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আমার বাড়ির পাশের তুলার গোডাউনের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের সব মালামাল নষ্ট হওয়ায় তাদের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যানচালক প্রতিবন্ধী নুর উদ্দিন।
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com