আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ৮ নং ধানকোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯ নং ওয়ার্ডের কৈট্টা বাজারে ১৮ জানুয়ারি রোববার বেলা তিন ঘটিকার সময় (হ্যাঁ/না) ভোটের লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধানকোড়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা পলাশ চন্দ্র সাহা, ৯ নং ওয়ার্ড মেম্বার উত্তম কুমার হালদার, ৯ নং ওয়ার্ডের সাবেক মেয়র (ট্যাক্স কালেকশন) শ্রী নারায়ণ চন্দ্র সরকার , গ্রাম পুলিশ মোঃ দিন ইসলামসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (হ্যাঁ/ না) ভোটের লিফলেটে উল্লেখ্য " আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিন্মলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সন্মতি জ্ঞাপন করিতেছেন ? " ; ( হ্যাঁ/না)।
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে।
(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার , প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০ টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।
উল্লেখ্য, অতীতের ডেমি ভোটের তিক্ত অভিজ্ঞতায় কৈট্টা নির্বাচনী এলাকার জনগণ বলেন, স্বৈরশাসক হাসিনা সরকারের আওয়ামী জাহেলি লীগ যুগে আমরা ভোট দিতে পারি নাই। অন্তর্বতীকালীন সরকারের আমলে আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com