মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষি জমির মাটি কর্তন ও অবৈধ পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৮ জানুয়ারি বিকেলে নাঈমা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে উপজেলার বাঘমারা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত জনসাধারণকে কৃষি জমির মাটি কর্তনের ফলে জমির উর্বরতা হ্রাস, ফসল উৎপাদনে বিরূপ প্রভাব এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।
তিনি বলেন, কৃষি জমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। অনিয়ন্ত্রিতভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় কৃষি জমি সংরক্ষণে সরকারের কঠোর অবস্থান এবং সংশ্লিষ্ট আইন যথাযথভাবে প্রতিপালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com