প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৬:৩২ পি.এম
সাতক্ষীরায় আঞ্চলিক প্রেস ক্লাবের কমিটি গঠন

সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করবেন) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী বাজারে শাহ সুফি ওমর আলী মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। সমাজে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কলম ধরার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা সাংবাদিকদের দায়িত্ব। সভায় বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিয়াউর রহমান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সৎ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কমিটির সদস্যরা হলেন— প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিয়াউর রহমান, সিনিয়র সহসভাপতি শিবপদ সরকার, সহসভাপতি আলামিন রোকন, সাধারণ সম্পাদক এস এম শাহিন আলম, সহসাধারণ সম্পাদক আল মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক খান আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, সহকোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মজিদ, সহপ্রচার সম্পাদক দেবদাস এবং সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবুল হাসান, শেখ আক্তারুজ্জামান, রবিউল ইসলাম ও তোফায়েল আহমেদ। নবগঠিত কমিটির সদস্যরা সাতক্ষীরার পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত