ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুফল সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে গণভোটের সুফল দিক সম্পর্কে তাদেরকে অবহিতকরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী রির্টানিং অফিসার তাছবীর হোসেন এর নেতৃত্বে উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষ এ সভার আয়োজন করেন। এছাড়া ইউএনও’র নির্দেশে উপজেলার সরকারি, বে-সরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা, এনজিও, ব্যাংক, বীমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলার আনাচে কানাচে গণভোটের সুফল দিক সম্পর্কে ভোটারদের মাঝে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা করা সহ ভোটারদের “হ্যাঁ” ভোট প্রদানে উদ্বুদ্ধ করছেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ধসঢ়;ফর, আখতারুজ্জামান, হারুনুর রশিদ, পারুল বেগম, শহরবানু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com