
পঞ্চগড়-২ আসনের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে `মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা` ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। গত বুধবার এই কেন্দ্রটি স্থানান্তরের দাবিতে জামায়াতে ইসলামীর করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মেনাগ্রামে এই পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৭১ সাল থেকে দীর্ঘ সময় ধরে এই মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছিল। কেন্দ্রটি জনবহুল এলাকায় এবং পাকা সড়কের পাশে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রটি দূরবর্তী ও যোগাযোগ বিচ্ছিন্ন `জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে` স্থানান্তর করা হয়েছিল, যা ভোটারদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়।
বক্তারা আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই মাদরাসায় পুনরায় কেন্দ্র চালুর দাবিতে স্থানীয় ভোটাররা নির্বাচন কমিশনে আবেদন করেন। কমিশনের তদন্ত সাপেক্ষে মাদরাসাটিকে কেন্দ্র হিসেবে চূড়ান্ত করা হলেও জামায়াতে ইসলামী এর বিরোধিতা করে সংবাদ সম্মেলন ও পুনরায় স্থানান্তরের আবেদন জানিয়েছে। বিএনপি এর তীব্র প্রতিবাদ জানিয়ে পুরাতন কেন্দ্রটিই বহাল রাখার দাবি জানায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com