প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:১৪ পি.এম
গাইবান্ধায় অজ্ঞানপার্টির কবলে স্বতন্ত্র এমপি প্রার্থীর সর্বস্ব লুট

গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। ঢাকা থেকে এলাকায় ফেরার পথে বাসের ভেতর কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত ডিম খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজার রহমান বিকেলে ঢাকা থেকে 'পিংকি এন্টারপ্রাইজ'-এর একটি বাসে করে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বাসের ভেতর অজ্ঞানপার্টির সদস্যরা সুকৌশলে তাকে ডিম খেতে দেয়। সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।
সুযোগ বুঝে অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছে থাকা নগদ টাকা ও ব্যক্তিগত মোবাইল ফোনটি নিয়ে নেয়। এরপর তাকে রংপুরের মডার্ন মোড় এলাকায় বাস থেকে নামিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা রাস্তার পাশে একজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের বক্তব্য, তাজহাট থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত