দিনাজপুরের ঘোড়াঘাটে জনস্বাস্থ্যের উন্নয়ন ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি'র সৌজন্য ও সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী ঘোড়াঘাট নুরজাহানপুর অবঃ সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় এখানে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যয়বহুল চিকিৎসার এই সময়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া তাদের জন্য বড় স্বস্তির। স্থানীয় সচেতন মহলও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।এ সময় শত শত রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণের সুযোগ নিতে দেখা যায়।
আয়োজক টিএমএসএসের ডেন্টাল বিভাগের প্রধান ডাঃ রাকিবুল হাসান খান, সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা পাওয়া সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়। এখানে মেডিসিন বিভাগ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, কার্ডিওলজি, অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি, অবস ও গাইনি, শিশু বিভাগ, চক্ষু বিভাগ, ডেন্টাল ইউনিট, নাক-কান-গলা বিভাগ এবং চর্ম ও যৌন রোগ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ এবং ফ্রি ঔষধ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com