ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
সভায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, ওসি রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীগণ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com